দৃষ্টিপ্রতিবন্ধী মেয়েদের লেখাপড়া হুমকির মুখে
মিরপুরের ব্যাপ্টিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুলে গত বছরও দৃষ্টিপ্রতিবন্ধী মেয়েরা প্রায় বিনা মূল্যে পড়ার সুযোগ পেয়েছে। মাসে ওদের খরচ হতো সর্বোচ্চ এক হাজার ৩০০ টাকা। তবে বর্তমানে সেই একই প্রতিষ্ঠানের হোস্টেলে থেকে লেখাপড়া করতে কারও কারও ক্ষেত্রে বছরে ২৪ হাজার টাকার বেশি খরচ হবে। বেশির ভাগ অভিভাবকেরই এত বেশি টাকা খরচ করে পড়ানোর সংগতি নেই। প্রতিষ্ঠানটিতে প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত প্রতিষ্ঠানের ভেতরে এবং এরপর মিরপুরের আইডিয়াল গার্লস ইনস্টিটিউটে এ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে দশম শ্রেণী পর্যন্ত...
Posted Under : Health News
Viewed#: 23
See details.

