যুক্তরাজ্যের হেলথ প্রটেকশন এজেন্সি (এইচপিএ) বলছে, মুঠোফোন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর—এমন কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ খুঁজে পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট বিজ্ঞানীরা মুঠোফোনের ওপর একাধিক গবেষণা করে ক্যানসার, ব্রেন টিউমার, বন্ধ্যত্ব বা হূদেরাগের সঙ্গে এর জোরালো কোনো সংশ্লিষ্টতা খুঁজে পাননি। তবে এসব গবেষণা সবই স্বল্পমেয়াদি।
দৈনন্দিন জীবনে তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ বাহন হয়ে উঠেছে মুঠোফোন। প্রয়োজনীয় এই যন্ত্রটির ব্যবহারের প্রভাব নিয়ে আলোচনা ও বিতর্ক চলছে অনেক দিন ধরে। অনেক বিশেষজ্ঞ মত দিয়েছেন, এটি মানবস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। বিবিসি।
Source: The Daily Prothom Alo

