লাক্সতারকা জাকিয়া বারী মম বর্তমানে পুরান ঢাকায় শুটিং করছেন। ৩ সেপ্টেম্বর তার আত্মহত্যার খবরে পুরো মিডিয়া মহলে আলোচনায় চলে আসেন এই তারকা। কিন্তু হঠাৎ করে কেনই বা এমন সিদ্ধান্ত নিলেন এই অভিনেত্রী।
এমন নানা প্রশ্নের জবাবের জন্য তার সাথে যোগাযোগ করলে মম বলেন. ‘ আমি এখন সুস্থ আছি। আর আমি কয়েকদিন ধরেই ডেঙ্গু জ্বরে ভুগছি। আর মানসিক অবস্থাও ভালো নেই। কয়েকদিন ধরেই ঘুমের ওষুধ খেয়ে রাতে ঘুমাতাম। আর গত মঙ্গলবার হঠাৎ করেই শরীর খারাপ হয়ে গেলে আমাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এখন ঠিক আছি।’
এদিকে মম’র আত্মহত্যার চেষ্টার খবর প্রকাশ হলে এ খবর নিয়ে তিনি বেশ খেপেছেন সংবাদ মাধ্যমগুলোর উপর। এবং তিনি এ বিষয়ে ‘একটি বার্তা’ এক কথিত সাংবাদিকের কাছে মেইল করেন।
সে মেইলে পাঠানো বার্তায় মম বলেন, ‘এটা আমার বিরুদ্ধে এক ধরনের অপপ্রচার এবং ষড়যন্ত্র। আমার সুন্দর সাবলীল ক্যারিয়ারে বাঁধা তৈরি করার জন্য কে বা কারা এই ষড়যন্ত্র করছে আমি জানিনা। তবে যারা করছেন তারা কোনভাবেই আমার ভালো চান না। ঈদের আগেই আমি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হই। সে সময় স্কয়ার হাসপাতালের আমার ডাক্তার বন্ধু বলেছিলেন কয়েকদিন বিশ্রাম নিয়ে তারপর শুটিংয়ে অংশ নিতে। কিন্তু আমি সে সময় তার কথা না শুনেই শুটিংয়ে অংশ নেই। যে কারণে বিগত কয়েকদিনে আমি আরো অনেক দুর্বল হয়ে পড়ি।
কিন্তু ৩ সেপ্টেম্বর শিহাব শাহীনের শুটিং করার সময় খুবই দুর্বল হয়ে যাই। যে কারণে পরিচালক শুটিং পেকআপ করতে বাধ্য হন। এরপর আমি চিকিৎসা নেবার জন্য স্কয়ার হাসপাতালে যাই। সেখানে রাতে কিছু টেস্ট করানোর পর সেখান থেকে ভোর রাতের দিকে বাসায় ফিরি। কিন্তু এরইমধ্যে চাউর হয়ে যায় যে আমি আত্মহত্যা করতে চেয়েছি। যা আমাকে বিব্রত এক পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। সবাইকে বলছি, আমি মম ভালো আছি। সুস্থ আছি। আমি আমার স্বামী সংসার সন্তান নিয়ে সুখে আছি। কিন্তু যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের জন্য রইলো আমার ঘৃণা।’
অন্যদিকে মম’র কয়েকটি কাছের সূত্র এবং কয়েকজন মিডিয়া কর্মী জানান মম’র এইসব কথা বনানো এবং মিথ্যা। এবং স্কয়ার হাসপাতালে খবর নিলেও জানা যায় মম মূলত আত্মহত্যা করতেই চেয়েছিলেন।
মম তার পাঠানো বার্তায় বলেছেন শিহাব শাহীন তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু মঙ্গলবার রাতে নির্মাতা শিহাব শাহীনকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বাংলানিউজকে বলেন `আপনারা এসব খবর কোথা থেকে পান। আমি তো মমকে হাসপাতালে নিয়ে যাইনি। আর সে তো হাসপাতালে নেই। আপনারা হাসপাতালে খোঁজ নিয়ে দেখেন`।
আর হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার শিহাব নামে এক ব্যক্তি মমকে হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকরা শিহাবের পরিচয় জানতে চাইলে মম বলেন `তিনি [শিহাব] আমার স্বামী`।
এ বিষয়ে জানতে চাইলে মম বলেন, ‘ শিহাব শাহীন একজন ভালো নির্মাতা এবং আমার বন্ধু। আর কিছু বলতে চাই না।’
তাহলে হিসাব করে দেখা যায় শিহাব শাহীন এবং মম বেশ কিছু সত্যকে মিথ্যা প্রমাণ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন।
এর আগে প্রেম করেই নির্মাতা এজাজা মুন্নাকে বিয়ে করেছিলেন মম। কিন্তু তার সাথেও বেশ কয়েক মাস যাবৎ তার সম্পর্ক ঠিক নেই। আর নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে তার সর্ম্পকের বিষয়টা মিডিয়ার অনেকেরই জানা। কেউ কেউ বলছেন এজাজ মুন্না ও মমর ডিভোর্স হয়েছে এরই মাঝে। আর খুব শিগগিরই শিহাব শাহীন ও মম বিয়ে করবেন।
সূত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

