home top banner

খবর

অপরিণত শিশুদের সুরক্ষা দেবে ক্যাঙারু মাদার কেয়ার
৩১ অগাস্ট, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   25

শিশুমৃত্যু রোধে সরকারের কর্মসূচিতে কম ওজনের শিশু বা সময় হওয়ার আগেই জন্ম নেওয়া বা অপরিণত শিশুদের ক্যাঙারু মাদার কেয়ার (কেএমসি) সেবা চালু করার কথা বলা হয়েছে। সময়ের আগে জন্মানো শিশুর সব অঙ্গপ্রত্যঙ্গই অপরিণত থাকে। একটি অপরিণত শিশুর শরীরের তাপমাত্রা খুব কম থাকে। শরীরে যে পরিমাণ তাপমাত্রা থাকা দরকার, তা তাদের থাকে না। ক্যাঙারু মাদার কেয়ার পদ্ধতিতে ক্যাঙারু তার সন্তানকে যেভাবে বুকে আগলে রাখে, সেভাবে মাকে তাঁর বুকে সন্তানকে চেপে ধরতে বলা হয় শিশুর শরীরের তাপমাত্রা বাড়ানোর জন্য।
যেসব শিশু ২৮ সপ্তাহের কম সময়ে জন্মগ্রহণ করে এবং যাদের ওজন দুই কেজির কম, তাদের চিকিৎসা ও সেবা প্রদানের জন্য এটি একটি বিজ্ঞানসম্মত চিকিৎসাপদ্ধতি। এই পদ্ধতি ইনকিউবেটর (তাপ দেওয়ার যন্ত্র) পদ্ধতির মতোই কার্যকর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
১৯৭৮ সালের কথা। কলম্বিয়ার অপরিণত শিশুরা ভীষণ ভুগছে। সুস্থতা আর বেঁচে থাকার জন্য এই শিশুদের দরকার উষ্ণতা। কৃত্রিম উপায়ে উষ্ণতা দেওয়ার ব্যবস্থা আছে, তবে সংকট ব্যাপক। কলম্বিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির নিওন্যাটালজি বিভাগের অধ্যাপক এডগার রে স্যানাব্রিয়া বিকল্প খুঁজতে লাগলেন। তাঁর মাথা থেকেই বেরোল ক্যাঙারু মাদার কেয়ার পদ্ধতির। দুই দশকের গবেষণায় বেরিয়ে এল স্বল্প ওজনের অপরিণত শিশুদের সুস্থতার জন্য ক্যাঙারু মাদার কেয়ার পদ্ধতি খুবই কার্যকর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ক্যাঙারু মাদার কেয়ার পদ্ধতি কোনো কোনো ক্ষেত্রে ইউকিউবেটরের চেয়েও ভালো কাজ করে থাকে। ডব্লিউএইচও আরও বলছে, মায়ের বুকের উষ্ণতা পাওয়া অপরিণত শিশুদের হূদ্যন্ত্র, শ্বাস-প্রশ্বাসের গতি, অক্সিজেন গ্রহণের হার, ঘুমের পরিমাণ ও ধরন কৃত্রিমভাবে উষ্ণতা পাওয়া শিশুদের মতো বা তার চেয়েও ভালো। ডব্লিউএইচও মনে করে, উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশে যেখানে ইনকিউবেটরের সহজপ্রাপ্যতা নেই, সেসব দেশে ক্যাঙারু মাদার কেয়ার খুব উপযোগী পদ্ধতি।
বাংলাদেশে এই ব্যবস্থা স্বল্প পরিসরে চালু আছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) মতলব হাসপাতালে ক্যাঙারু মাদার কেয়ার পদ্ধতি চালু আছে। এই হাসপাতালের সাফল্যের ধারাবাহিকতায় দিনাজপুরের পার্বতীপুরে ল্যাম্ব হসপিটালেও এ পদ্ধতি চালু হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় এখনো হাসপাতালগুলোতে ক্যাঙারু মাদার কেয়ার পদ্ধতি চালু হয়নি।
আইসিডিডিআরবি মতলব হাসপাতালের ক্যাঙারু মাদার কেয়ার ইউনিট (কেএমসি) সূত্রে জানা গেছে, ২০০৭ সালের জুলাই মাসে এ হাসপাতালে এই চিকিৎসাপদ্ধতি চালু হয়। গত ছয় বছরে মা ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) কর্মসূচির আওতায় এ পদ্ধতিতে উপজেলার ৬৭টি গ্রামের ৭২৪টি অপরিণত শিশুকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়। চলতি বছর সুস্থ করা হয় ৬৮টি নবজাতককে। এ ছাড়া ২৮ সপ্তাহের কম সময়ে জন্ম নেওয়া ১০টি অপরিণত নবজাতককে এখানে চিকিৎসা দিয়ে বাঁচানো হয়। (এসব নবজাতক সাধারণত বাঁচে না)
হাসপাতালের ক্যাঙারু মাতৃসেবা বিভাগের (ইউনিট) দায়িত্বপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা সাবিহা সুলতানা জানান, এ পদ্ধতিতে ক্যাঙারু যেভাবে পেটের থলিতে বাচ্চাকে রাখে, সেভাবে নবজাতককে মায়ের বুকে রাখা হয়। অপরিণত ও স্বাভাবিকের চেয়ে কম ওজনের নবজাতকের শরীরে এমনিতেই তাপমাত্রা কম থাকে। এতে এদের মৃত্যুর আশঙ্কাও থাকে অনেক বেশি। এ পদ্ধতিতে মায়ের শরীরের স্বাভাবিক তাপমাত্রা নবজাতকের শরীরে প্রবাহিত হয়। এতে শিশুর শরীরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসে এবং শিশুর মৃত্যুর ঝুঁকি কমে। এতে মায়ের বুকের দুধপান নিশ্চিতকরণ সহজ হয় এবং সন্তানের সঙ্গে মায়ের বন্ধন দৃঢ় হয়।
উপজেলার দিঘলদী গ্রামের বাসিন্দা সেলিনা আক্তার (৩০) জানান, তাঁর অপুষ্ট শিশু এই পদ্ধতিতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। জন্মের সময় ওর ওজন এত কম ছিল যে, তার বাঁচারই কথা নয়। এই পদ্ধতির চিকিৎসা আরামদায়ক ও সহজতর।
আইসিডিডিআরবি মতলব হাসপাতালের প্রধান মো. আল ফজল খান বলেন, ‘এটি একটি বাস্তবসম্মত ও কার্যকর পদ্ধতি। এ পদ্ধতিতে যেকোনো হাসপাতালে, এমনকি বাড়িতেও চিকিৎসা সম্ভব। দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে অপরিণত সদ্যোজাত শিশু এ পদ্ধতির চিকিৎসায় মৃত্যুর ঝুঁকি থেকে রক্ষা পেয়ে সুস্থ হয়।’ তিনি আরও বলেন, ‘দেশের বড় বড় হাসপাতালে যেখানে ইনকিউবেটরের সুবিধা নেই, সেখানে এ পদ্ধতি চালু করা উচিত।’

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: Blueberries, not fruit juice, cut type-2 diabetes risk
Previous Health News: Insomniacs' brains lose focus, scans suggest

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')