যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমান বন্দরে জুতায় লুকানো ইউরেনিয়ামসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, প্যাট্রিক ক্যাম্পবেল (৩৩) নামে গ্রেপ্তার ওই ব্যক্তি বিক্রির জন্য ইরানে ১০০০ টন ইউরেনিয়াম পাঠাতে চেয়েছিলেন।
বুধবার বিমানে প্যারিস থেকে নামার পর ওই ব্যক্তিকে গেফতার করা হয়। তিনি যুক্তরাষ্ট্রের আইন ভঙ্গ করে ইরানে ইউরেনিয়াম বিক্রির জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিলেন।
প্যারিস থেকে ফ্লোরিডা যাওয়ার পথে ক্যাম্পবেলকে গ্রেফতার করা হয়। সে তার ‘ক্লায়েন্টকে’ ইউরেনিয়ামের স্যাম্পল দেখাতে ফ্লোরিডা যাচ্ছিল।
সিয়েরা লিয়ন অধিবাসী ক্যাম্পবেল তার দেশ থেকে ইরানের আব্বাস বন্দরে অশোধিত এ ইউরেনিয়াম পাঠাতে চেয়েছিলেন। যাতে ধরা পড়তে না হয় এজন্য তিনি ইউরেনিয়ামকে ক্রোমাইটের আকারে পাচার করার চেষ্টা করেন।
ক্যাম্পবেল ইউরেনিয়ামের ওই স্যাম্পল প্লাস্টিকের ব্যাগে মুড়ে তার লাগেজের ভেতর রাখা জুতার সোলের নীচে লুকিয়ে রাখে। ক্যাম্পবেলকে গ্রেপ্তার করার পর তার বিরুদ্ধে মার্কিন পুলিশের করা মামলা ফ্লোরিডার একটি আদালতে স্থানান্তর করা হয়েছে।
ইউরেনিয়ামের স্যাম্পলসহ ক্যাম্পবেলকে গ্রেফতারের পাশাপাশি তদন্তকারীরা একটি ইউএসবি কির মাধ্যমে ইউরেনিয়াম বিক্রির আরও তথ্য পেয়েছেন।
এর আগে ২০১২ সালে ই-কমার্স সাইট আলিবাবা.কমে 'ইউরেনিয়াম ৩০৮' কিনতে চেয়ে একটি বিজ্ঞাপনে সাড়া দেন ক্যাম্পবেল। এরপর থেকে ক্যাম্পবলকে নজরদারিতে রাখে মার্কিন নিরাপত্তা বাহিনী।
'ইউরেনিয়াম ৩০৮'কে 'ইয়েলো কেক'ও বলা হয়। পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে এই অশোধিত ইউরেনিয়াম ব্যবহার করা হয়।
লাইবেরিয়া ও সিয়েরা লিয়ন সীমান্তে ইউরেনিয়াম, সোনা, হীরা ও ক্রোমাইটের মতো দামী ধাতু বিক্রি করা একটি প্রতিষ্ঠানের সাথে ক্যাম্পবেলের জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়।
উল্লেখ্য, এ সংক্রান্ত আইন ভঙ্গের কারণে ক্যাম্পবেলকে ২০ বছর কারাগারে কাটাতে হতে পারে। এবং আরো ১০ লক্ষ ডলারের জরিমানাও গুণতে হতে পারে।
সূত্র: বিবিসি
সূত্র - poriborton.com

