এমনই আশ্চর্যজনক সাহস বুকে নিয়ে চলছেন জোর্ডি সারনিক। আধুনিক সময়ের 'সুপার পাওয়ার' হাতে নিয়ে চলছেন এমনই বলে বেড়াচ্ছে ব্রিটিশ মিডিয়া। ভয় নামক অনুভূতিকে ছুটি দেয়ার পেছনে রয়েছে একটি সার্জারি। অসুখে পড়ার পর একটা সার্জারি করা ফলে তার দেহে আর অ্যাড্রেনালিন তৈরি হচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা।
অ্যাড্রেনালিন হরমোনই মূলত মানুষের ভয় পাওয়ার অনুভূতি তৈরি করে আর সেটাই যখন নেই তখন ভয় নামক অনুভূতি না থাকারই কথা।
পৃথিবীর সবচেয়ে সাহসী পুরুষের খেতাব তার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, প্রবল আত্মবিশ্বাসে এমনই জানান ৩৮ বছর বয়েসী জোর্ডি।
- See more at: http://www.bd-pratidin.com/2013/08/23/12293#sthash.wl9fLAqI.dpপৃথিবীর একমাত্র ভয়শূন্য মানুষটির নাম জোর্ডি। কয়েকবছর আগেও একটু উঁচু থেকে লাফ দিতে যার বুক কাঁপত তার এখন ইচ্ছে হয় হাজার ফুট ওপরে উড়ন্ত প্লেনের দরজা খুলে বাতাসে হাঁটা দিতে। কোন কিছুতেই তার নেই ভয়, উল্টো জিঙ্গেস করেন- ভয় আবার কী?
এমনই আশ্চর্যজনক সাহস বুকে নিয়ে চলছেন জোর্ডি সারনিক। আধুনিক সময়ের 'সুপার পাওয়ার' হাতে নিয়ে চলছেন এমনই বলে বেড়াচ্ছে ব্রিটিশ মিডিয়া। ভয় নামক অনুভূতিকে ছুটি দেয়ার পেছনে রয়েছে একটি সার্জারি। অসুখে পড়ার পর একটা সার্জারি করা ফলে তার দেহে আর অ্যাড্রেনালিন তৈরি হচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা।
অ্যাড্রেনালিন হরমোনই মূলত মানুষের ভয় পাওয়ার অনুভূতি তৈরি করে আর সেটাই যখন নেই তখন ভয় নামক অনুভূতি না থাকারই কথা।
পৃথিবীর সবচেয়ে সাহসী পুরুষের খেতাব তার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, প্রবল আত্মবিশ্বাসে এমনই জানান ৩৮ বছর বয়েসী জোর্ডি।
সূত্র - নয়া দিগন্ত

