home top banner

খবর

মাধবকুণ্ড জলপ্রপাত, রহস্যময় প্রাণহানি ৩২
১৪ অগাস্ট, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   18

মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের প্রাকৃতিক দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। কিন্তু মাধবকুণ্ডের এই অপার সৌন্দর্য উপভোগ করতে গিয়ে বিগত ৩২ বছরে প্রাণ হারিয়েছেন ৩২ জন পর্যটক। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, এ পর্যন্ত যেসব মেধাবী ছাত্রের করুন মৃত্যু হয়েছে মাধবকুণ্ডে, এর মধ্যে কেবল জসিম শেখ ছাড়া বাকী সকলেই বাবা-মায়ের একমাত্র সন্তান। সচেতন মহল থেকে বারবার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর প্রতিরোধের দাবি উঠলেও তা উপেক্ষিতই রয়ে গেছে।

প্রতিবছরই মৃত্যুর এ মিছিলে যোগ হচ্ছে একজন করে। সর্বশেষ ১১ আগস্ট মাধবকুণ্ড জলপ্রপাতের পানিতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন গাজীপুর টঙ্গীর এরশাদ নগর গ্রামের মুদি দোকানদার আশিক শেখের ছেলে জসিম শেখ (১৯)। 

জসিম উত্তরা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। প্রায় ২০ ঘণ্টা পর ১২ আগষ্ট সকাল ৯টা ১৫ মিনিটে পাথরের ভাঁজে আটকে থাকাবস্থায় ডুবুরিদল তাঁর লাশ উদ্ধার করতে সক্ষম হন। এ সময় নিশ্চিত মৃত্যুরহাত থেকে রক্ষাপেয়ে সহপাঠীদের সহায়তায় উদ্ধার হন অপর কলেজ ছাত্র শেখ দিদারুল আলম (১৮)।

মৌলভীবাজার বড়লেখা উপজেলায় দেশের অন্যতম পিকনিক স্পট মাধবকুণ্ড জলপ্রপাতের অবস্থান। প্রায় ২শ ফুট উঁচু চূড়ায় উঠতে গিয়ে অনেকেই পা ফসকে নিচে পড়ে যান। আর তখনই মৃত্যুর ঘটনা ঘটে। আবার জলপ্রপাতের নিচে সাঁতার কাটতে ও গোসল করতে নেমে পানির নিচে তলিয়ে অনেকের প্রাণহানি ঘটেছে। প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণে প্রতি বছরই মাধবকুণ্ড জলপ্রপাত বেড়াতে আসা পর্যটকের অপ্রত্যাশিত মৃত্যু ঘটছে।

শোকাহত পরিবারগুলোর প্রশ্ন আর কত প্রাণ যাবে রহস্য ঘেরাটোপে ঘেরা এই মাধবকুণ্ড জলপ্রপাতে। এসব মৃত্যুর ঘটনার পর নানা পরিকল্পনা নেয়া হলেও তা বাস্তবায়ন না হওয়াতে মাধবকুণ্ড জলপ্রপাত- রীতিমতো মৃত্যুকুপে পরিণত হয়েছে। জলের গভীরতার বিপজ্জনক দিক সম্পর্কে না জেনেই পানিতে নেমে সাঁতার কাটতে থাকেন আগন্তুকরা। জলরাশি গড়িয়ে পড়ার স্থান অর্থাৎ গভীর কুণ্ডেপৌঁছে গেলে পাথরের খাঁজে আটকে গিয়ে তারা আর উঠে আসতে পারে না। এমনকি নিয়ম না মেনেই জলপ্রপাতের প্রায় ২০০ ফুট উচ্চতার পাহাড়ে উঠে পড়েন অনেকেই। পাহাড়ের ওপর জল পড়ার স্থানটি খুবই পিচ্ছিল ও ভয়ঙ্কর। আর এতে পা পিছলে পড়ে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু ঘটে থাকে।

মাধবকুণ্ডএলাকায় বসবাসরত লোকজন জানান, দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা আবেগ ও উচ্ছ্বাসে কুণ্ডের পানিতে নেমে সাঁতার কাটতে গিয়ে এবং পাহাড়ের চূড়ায় ওঠে পা পিছলে নিচে পড়ে প্রাণ হারাচ্ছেন। এ ক্ষেত্রে পথ প্রদর্শক নিয়োগ অথবা বিপদজ্জনক এলাকা চিহ্নিত করে কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনীদেয়া হলে এসব দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। নতুবা মাধবকুণ্ড পর্যটকদের জন্যে মৃত্যুকূপ হয়ে থাকবে অনন্তকাল।

এলাকাবাসী, বনবিভাগসহ একাধিক সূত্র জানায়, ১৯৮০ সালে জুড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ধনঞ্জয় দে কুণ্ডেরপানিতে নেমে গোসল করার সময় পাথরের খাঁজে আটকে যান। তখন বাঁচার প্রাণপণ চেষ্টা চালিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে পাথরে ধাক্কা দিয়ে কোনোমতে ওপরে ভেসে উঠতে সক্ষম হয়েছিলেন। ২০০২ সালে সিলেট শাহজালাল ইউনিভার্সিটির দুই ছাত্র পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে প্রাণ হারান। ২০০৪ সালের ৩ জানুয়ারি সিলেটের স্কুল ছাত্রী তাহমিনা হারুন চৌধুরী (১১), একই বছর ৯ জানুয়ারি সিলেটের ব্রিটিশ-আমেরিকা টোব্যাকো কোম্পানির কর্মচারী মোহাম্মদ আলী মিনু (২০), ২০০৫ সালের ৫ জানুয়ারি সিলেট ওসমানী মেডিকেল কলেজের ছাত্রী ফারজানা ইসলাম বহ্নি (২০), ওই বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র নজরুল ইসলাম (২৫) এবং ৩০ জুলাই খুলনা বিশ্ববিদ্যালছাত্র শহীদুর রহমান শাহেদ (২৩), ২০০৬ সালের ডিসেম্বরে কুলাউড়ার আরও এক ব্যক্তি মাধবকুণ্ডের পানিতে গোসল করতে নেমে প্রাণ হারান। ২০০৭ সালের ২৫ মে সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র আনিসুর রহমান (২৩),

২০০৮ সালের ২৮ আগস্ট স্টামফোর্ড ইউনির্ভাসিটির আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফতেহ মো.শাহী পানিতে ডুবে প্রাণ হারান। ২০০৯ সালের ২ আগস্ট সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারান উত্তরা আনোয়ারা মডেল ডিগ্রী কলেজের ছাত্র খন্দকার রাহিমুল ইসলাম রিয়াল (১৯)। ২০১১ সালের ১২ মার্চ কুণ্ডেনিখোঁজ হন গাজীপুরেরচতুর্থ শ্রেণির ছাত্র পারভেজ আহমদ বাপ্পী। ঠিক একই সময় বাপ্পীর দুলাভাই ফিরোজ মিয়া (৩০) উপর থেকে কুণ্ডেরপানিতে পড়লেও অলৌকিকভাবে তিনি বেঁচে যান। এবং জলপ্রপাতের ওপর থেকে নিচেপড়ে বেঁচে যাওয়ার বিরল ঘটনা এটিই ছিলো প্রথম। প্রায় ১৭ ঘণ্টাপর বাপ্পীর লাশ উদ্ধার করা হয়।

২০১২ সালের ১২ মার্চ বড়লেখাররুমানা বেগম (১৮) প্রেমিকের সাথে বেড়াতে গিয়ে পাহাড়ের ওপর থেকে পড়ে মৃত্যু ঘটে। ২০১২ সালের ৮ জুন ঢাকার মিরপুর-২ এর বাসিন্দা মেধাবী ছাত্র মুন্না (১৪), শাহরিয়ার (১৬) ও আশিক (১৮) কুণ্ডেরপানিতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় ৬ ঘণ্টাপর তাদের নিথর দেহ উদ্ধার করে সিলেটের ডুবুরিরা।

এক একটি মৃত্যুর ঘটনার পর নানা পরিকল্পনা নেয়া হলেও তা বাস্তবায়ন হয়নি অদ্যাবধি। ফলে প্রতি বছরই বাড়ছে মৃত্যুরসংখ্যা। মাধবকুণ্ডেরএসব বিপজ্জনক দিক সম্পর্কে পর্যটকদের সচেতন ও সাবধান করে দেয়ার জন্য কেবল সাইনবোর্ড টানানো এবং ক্ষেত্র বিশেষে মাইকিং ছাড়া আর কোনো উদ্যোগ নেয় না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমিনুর রহমান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। জলপ্রপাতে মৃত্যু রোধে পরিকল্পনা নেয়া হচ্ছে।

এ ব্যাপারে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আবুল বাশার মিয়া একেকটি মৃত্যুর জন্য তিনি বেড়াতে আসা পর্যটকদের দায়ী করে বলেন, “ভবিষ্যতে যাতে মাধবকুণ্ডজলপ্রপাতে গিয়ে আর কারো প্রাণহানি না ঘটে সে ব্যাপারে প্রয়েজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। তাছাড়া কুণ্ডেরবিপজ্জনক এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের তড়িৎ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হলেও অদ্যাবধি কোনো পদক্ষেপ নেয়া হয়নি।”

সূত্র - poriborton.com

Please Login to comment and favorite this News
Next Health News: বিখ্যাত বাঁ-হাতি মানুষেরা
Previous Health News: লন্ডনে খুন হলেন বাংলাদেশি তরু

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')