বিএসটিআই এর উদ্যোগে সোমবার খিলগাঁও, রামপুরা, মালিবাগ ও তেজগাঁওসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ১১টি প্রতিষ্ঠানকে ৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভেজাল খাদ্য তৈরির দায়ে সোমবার এ জরিমানা আদায় করে আদালত। তবে জরিমানা পরিশোধ না করায় এদের মধ্যে একটি প্রতিষ্ঠানের প্রধানকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম আবেদা আফসারীর নেতৃত্বে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জরিমানাকৃত এসব খাদ্য ও পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো হল, বনশ্রী'র সিনেটর রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার, সরমা হাউজ, মিউ মেলা রেস্টুরেন্ট, গোল্ডেন ফুড, খিলগাঁওয়ের আলমগীর ক্যাটারিং সার্ভিস, এপিলিয়ন ক্যাফে, স্বপ্ন, হাজী মরণ আলী রোডের ভানু অয়েল মিলস, নায়োরি হোটেল, হাজী রেস্তোরাঁ ও তেজগাঁওয়ের বেনিয়ানশেড ফুড কোর্ট।
সূত্র - দৈনিক ইত্তেফাক

