হৃদপিণ্ড ছাড়াই দুই বছর বেঁচে থেকে রেকর্ড গড়লেন ব্রিটিশ নাগরিক মাথু গ্রিন (৪২)। শরীর থেকে হৃদপিণ্ড অপসারণ করা হলেও কৃত্রিম রক্ত সঞ্চালনের (এক্সটার্নাল ব্লাড পাম্প) সাহায্যে দুই বছর বেঁচে ছিলেন তিনি। গত মাসের শুরুর দিকে পেশায় চিকিৎসক গ্রিনের শরীরে দানপ্রাপ্ত হৃদপিণ্ড প্রতিস্থাপিত হয়।
জানা গেছে, ২০১১ সালের জুলাই মাসে গ্রিনের হৃদপিণ্ডের প্রধান চেম্বারগুলোর স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ঝুঁকি নিয়েই সেটি অপসারণ করে ফেলা হয়। বিস্ময়কর ব্যাপার হলো, হৃদপিণ্ডহীন গ্রিনকে কৃত্রিম রক্ত সঞ্চালনের মাধ্যমে প্রায় দুই বছর বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে।
যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম সানডে টাইমস এ খবরে জানা গেছে, ক্যামব্রিজশায়ারের পাপওর্থ হাসপাতালে নতুন হৃদপিণ্ড প্রতিস্থাপনের পর এখনো হাসপাতালে আছেন গ্রিন। তবে তিনি শিগগির বাড়ি ফিরতে পারবেন বলে প্রত্যাশা করছেন চিকিৎসকরা।
গ্রিন বলেন, আমি মনে করি আমি বিশ্বের সবচেয়ে ভাগ্যবান মানুষ। কারণ হৃদযন্ত্র প্রতিস্থাপনের মাধ্যমে আমি তৃতীয়বারের মতো জীবন পেলাম। গ্রিন খুব শীঘ্রই বাড়ি ফিরে যেতে পারবেন বলে চিকিৎসকরা আশা করছেন।
সূত্র - বাংলাদেশ প্রতিদিন

