home top banner

খবর

রানা প্লাজার আহতরা হাত-পা পাবেন অক্টোবরেই
০১ অগাস্ট, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   37

ভারতের একটি স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশের হাত-পা হারানো মানুষদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে সহযোগিতার হাত বাড়িয়েছে। সাভার ট্রাজেডির ২৮ জনসহ বাংলাদেশের আরো আনেক বিকলাঙ্গ মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে চান তারা। 

বিশেষ করে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় যারা হাত বা পা হারিয়েছেন- তারা যাতে সুস্থ্য স্বাভাবিক মানুষের মতোই চলাফেরা বা কাজ করতে পারেন সেজন্যই এ উদ্যোগ।

এ মানবিক কাজে হাত বাড়িয়েছে ভারতের রাজস্থানের জয়পুরের ‘ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি’- বিএমভিএসএস। এ সংগঠনটি ১৯৭৫ সালে রেজিস্ট্রিভুক্ত। সংস্থা থেকে এ পর্যন্ত ১৩ লাখ ৫০ হাজার বিকলাঙ্গ চিকিৎসা নিয়ে সুস্থ জীবন ফিরে পেয়েছেন।  

বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনা ও বিভিন্ন কারণে বিকলাঙ্গ ও পঙ্গু হয়ে যাওয়া মানুষদের দুর্দশা দেখে বিচলিত হয়ে পড়েন বিএমভিএসএস-এর প্রতিষ্ঠাতা ও চিফ প্যাট্রোন ডি. আর. মেহতা। পঙ্গুদের কিভাবে সাহায্য করা যায় তা নিয়ে আলোচনা করেন যোধপুরের মহাত্মাগান্ধী হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডাঃ গঙ্গারাম পুরোহিত এবং এম.এম. বাপনার সঙ্গে।এরপরেই তারা বিএমভিএসএস প্রতিষ্ঠার কাজে হাত দেন। 

বুধবার ঢাকায় ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির ম্যানেজার (পিঅ্যান্ডসি) সঞ্জীব কুমার এবং একই সংস্থার টেকনিক্যাল সুপারভাইজর রঞ্জন নস্কর বাংলানিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ দেশের বিকলাঙ্গদের বিনামূল্যে এ সহায়তা দেওয়ার কথা জানান।

সঞ্জীব কুমার আশাপ্রকাশ করে বলেন, আসছে অক্টোবরে প্রথমার্ধে তারা ঢাকায় এসে নানা কারণে যারা পঙ্গুত্ববরণ করেছেন তাদের কৃত্রিম হাত এবং পা প্রতিস্থাপনের কাজ শুরু করবেন।

এ কাজের জন্য সার্জন ও টেকনিশিয়ানদের সমন্বয়ে গড়া চিকিৎসক দলটি কৃত্রিম অঙ্গ-প্রতঙ্গ ও আনুষঙ্গিক যন্ত্রপাতিসহ ঢাকায় শেরেবাংলানগরের নিকার হাসপাতালে ক্যাম্প করে এসে কাজ শুরু করবে।

সঞ্জীব কুমার বলেন, কতো লোককে চিকিৎসা দিতে হবে তার একটা প্রাথমিক হিসাব নিতে গত শনিবার টেকনিক্যাল সুপারভাইজর রঞ্জন নস্করসহ তারা ঢাকায় আসেন। 

তিনি বলেন, একজন বিকলাঙ্গ মানুষের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে ২ ঘণ্টা সময় লাগবে। অক্টোবরে আগত ভারতীয় প্রতিনিধিদলটি শুধু নিজেরাই প্রতিস্থাপন কাজ করবেন না। সঙ্গে নেবেন এ দেশের কর্মীদেরও। এজন্য তারা নিকারে ক্যাম্প করে এদেশের আগ্রহীদেরও প্রশিক্ষণ দিয়ে তাদের কাজের সহযোগী করে নেবেন।

এ সেবা দেওয়ার জন্য তারা কোনো অর্থ-কড়ি নেবেন না। স্রেফ মানবিক সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে এবারই প্রথমবারের মতো ঢাকায় আসছেন। 

এর আগে তিনি এবং রঞ্জন নস্কর যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, সিয়েরা লিয়ন, পাকিস্তান, আফগানিস্তান, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, ফিলিপাইনসহ বিশ্বের নানাদেশে গিয়ে বিকলাঙ্গদের সেবা দিয়েছেন। সঞ্জীব কুমার এবং রঞ্জন নস্করের বাংলাদেশে এটাই প্রথম সফর। বাংলাদেশ সফরের ভূয়সী প্রশংসা করে করে বলেন, এ দেশের মানুষের আতিথেয়তা তুলনাহীন।

তাদের এ মানবিক সেবার জন্য বিশ্বের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন ভূয়সী প্রশংসা করে ২০০৯ সালে বিশেষ নিবন্ধ ছেপেছে বলে উল্লেখ করেন সঞ্জীব কুমার ।

সঞ্জীব কুমার এবং রঞ্জন নস্কর বলেন, অক্টোবরে নিকার হাসপাতালে তাদের দলটি ক্যাম্প করে বিকলাঙ্গদের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন কাজ করবেন। প্রয়োজনবোধে তারা ঢাকায় ৩/৪ সপ্তাহ অবস্থান করবেন।

ঢাকায় অবস্থানকালে তারা এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও সেরে নিয়েছেন। কথা বলেছেন সাভার সিআরপি কর্মকর্তাদের সঙ্গেও। তারা জানান, তাদের এ সেবার জন্য ভারত সরকার আর্থিকসহ সার্বিক সহযোগিতা দিচ্ছে। 

সাভার ট্রাজেডির আহত ছাড়াও কতো সংখ্যক বিকলাঙ্গকে কৃত্রিম হাত ও পা সংযোজন করে স্বাভাবিক জীবনে ফিরতে সহযোগিতা দেওয়া যেতে পারে তার একটা হিসাব বাংলাদেশ সরকারের কাছ থেকে গ্রহণ করবেন সঞ্জীব কুমার এবং রঞ্জন নস্কর। 

এ হিসাবটা পেয়ে তাঁরা কাজ শুরু করবেন। বৃহস্পতিবার তারা স্বদেশের পথে ঢাকা ছাড়বেন বলে জানান সঞ্জীব কুমার এবং রঞ্জন নস্কর। 

মূলত: সাভারের রানা ট্রাজেডির পর ভারত সরকারের কাছে সহায়তা চেয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশন আবেদন করে। এরপর ভারত সরকারের আহবানে সাড়া দিয়ে এগিয়ে আসে ‘ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি’- বিএমভিএসএস। তাদের লোকবল ও অভিজ্ঞতা দিয়ে বিকলাঙ্গদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন।

 

সূত্র -বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Please Login to comment and favorite this News
Next Health News: বগুড়ার হাসপাতালে ৫১০ পদ শূন্য
Previous Health News: ক্যান্সার জয় করে গানে ফিরলেন খেয়া

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')