home top banner

খবর

এইচএসসির পর লক্ষ্য যাদের মেডিকেল কলেজ
২৮ জুলাই, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   81

কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে কঠিন এক পরীক্ষা, ভর্তিযুদ্ধ। ‘যুদ্ধ’ বিশেষণটি আক্ষরিক অর্থেই যেন প্রকাশ করে এই পরীক্ষাগুলোর মাহাত্ম্য। হাজার হাজার শিক্ষার্থী নিজের মেধা ও পরিশ্রমের সবটুকুু ঢেলে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, এর ফলাফলই ঠিক করে দেয় একেক জনের ভবিষ্যৎ কর্মজীবন। কোনো ব্যতিক্রম না হলে প্রথম দিকেই অনুষ্ঠিত হয়ে থাকে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা। আগে শুধু সরকারি মেডিকেল আর ডেন্টাল কলেজে ভর্তি হওয়ার জন্য আলাদা দুটি পরীক্ষা নেওয়া হলেও কয়েক বছর ধরে একটি পরীক্ষার মাধ্যমেই ভর্তিচ্ছু সব শিক্ষার্থীর মূল্যায়ন করা হচ্ছে।
এখন সময়টা প্রস্তুতির। চলছে কঠোর অধ্যবসায়। সঠিক প্রস্তুতির জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা। তাই সারা জীবনের স্বপ্ন ও সাধনা যাদের মেডিকেল কলেজে পড়াশোনা করার, তাদের জন্য ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিটা কেমন হওয়া উচিত তা জানালেন গত বছরের শীর্ষ তিন—মাহমুদ, মাইদুল, মারুফ। তিন ‘ম’-এর সাফল্যের পেছনে কঠোর অধ্যবসায় আর একাগ্রতার কথা জানান তাঁদের নিজের মুখে।
‘পড়াশোনাটা সম্পূর্ণ নিজের ওপর। যারা বুকে স্বপ্ন ধারণ করে মেডিকেলে পড়াশোনা করবে, তারা উচ্চমাধ্যমিকের ঠিক পরপর প্রস্তুতি শুরু করে দিয়েছ জানি। যেহেতু অনেকগুলো বিষয় সম্পর্কে আদ্যোপান্ত জানতে হয়, তাই প্রস্তুতির শুরু থেকেই পড়াশোনাটা হওয়া উচিত নিয়মমাফিক’—বলেন চিকিৎসক হওয়ার স্বপ্নে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ২০১২ সালে ভর্তি পরীক্ষার মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারী আব্দুল্লাহ আল মাহমুদ। প্রতিদিনই ১২ ঘণ্টা এমনকি এর বেশিও পড়াশোনা করেছেন এই অধ্যবসায়ী তরুণ। গাজীপুরের তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাস করা এই মেধাবীর প্রস্তুতিটা ছিল মূল বইনির্ভর। মাহমুদ বলেন, অনেকেই বিভিন্ন নোট থেকে সংক্ষেপে প্রস্তুতিটা সম্পন্ন করতে চায়। তবে মূল বইয়ের কোনো বিকল্প নেই। এমনকি ভালো করতে চাইলে বিভিন্ন বিষয়ে একটির জায়গায় কয়েকটি পাঠ্যবই পড়লে ভালো হয়। জীববিজ্ঞান, পদার্থ, রসায়ন এমনকি ইংরেজি ও সাধারণ জ্ঞান সবগুলো বিষয়েই সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। না হলে একটি বিষয়ে নম্বর কমে গেলে চূড়ান্ত নম্বরপ্রাপ্তিতে এর ভালোই প্রভাব পড়ে। শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ ও কঠিন অংশগুলো নিজে নিজে নোট করে আত্মস্থ করার পরামর্শ দিলেন মাহমুদ।

মেধাতালিকায় বাকিদের পেছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জনকারী মাইদুল হাসান চৌধুরীও যেন সুর মেলালেন মাহমুদের সঙ্গে। ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ মাইদুল তাঁর প্রস্তুতিটা উচ্চমাধ্যমিক পরীক্ষার পরপরই শুরু করে দিয়েছিলেন। ভর্তি-ইচ্ছুকদের সময় নষ্ট না করে তা ঠিকমতো কাজে লাগানোর পরামর্শ দিয়ে মাইদুল বলেন, পড়া কিন্তু অনেক, সেই তুলনায় সময় কম। অল্প সময়েই যে বেশি গুছিয়ে পড়তে পারবে, তার সাফল্যের সম্ভাবনা বেশি। গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বারবার ঝালাই করতে হবে, বিশেষ করে জীববিজ্ঞানের মানবদেহ অধ্যায় ও রসায়নের অধ্যায়গুলো। সাধারণ জ্ঞান ও ইংরেজি বিষয়ের ওপরও আলাদা জোর দিতে হবে বলে জানান তিনি। সাধারণ জ্ঞানের জন্য সাধারণ জ্ঞানের যে বইগুলো পাওয়া যায় তার ওপর ভিত্তি করে প্রস্তুতি নিতে হবে। সেই সঙ্গে দৈনিক পত্রিকায় প্রকাশিত নিত্যনতুন খবর, আগের বছরের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা ও বিসিএস প্রশ্নপত্র সমাধান করা যেতে পারে। এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। ইংরেজিটা সাধারণত এত দিনের অ্যাকাডেমিক পড়াশোনা থেকে যা শেখা হয়েছে তার ওপর ভিত্তি করেই ভালো উত্তর করা যায়। তবে এর ক্ষেত্রেও আগের বছরের প্রশ্নপত্রগুলো মনোযোগ দিয়ে সমাধানের কোনো বিকল্প নেই—বলেন মাইদুল।

মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় তৃতীয় স্থান অর্জনকারী ঝিনাইদহের আব্দুল্লা হিল মারুফের মতে, পরীক্ষার হলে বসে মাথা ঠান্ডা করে পরীক্ষা দেওয়াও সাফল্য অর্জনের অন্যতম শর্ত। পরীক্ষার হলে অনেকে মানসিক চাপে ভোগে। বিশেষ করে মাত্র এক ঘণ্টা সময়ের মধ্যে ১০০টি প্রশ্নের উত্তর করতে হয়, তা-ও আবার অনেক বড় সিলেবাসের ভেতর থেকে। তাই অনেক সময় জানা থাকা উত্তরও মনে আসে না অথবা জানা উত্তরও ভুল হয়ে যায়। এ জন্য পরীক্ষার আগেই বেশি বেশি মডেল টেস্ট দিয়ে নিজেকে ঝালাই করে নিলে খুব ভালো হয়। বিষয়ভিত্তিক মডেল টেস্টের সঙ্গে সঙ্গে সব বিষয়ের ওপর একসঙ্গে পরীক্ষা দেওয়া আয়ত্তে আনতে হবে—বলেন মারুফ। ঝিনাইদহ সরকারি উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক ও সরকারি কেসি কলেজ, ঝিনাইদহ থেকে উচ্চমাধ্যমিকের পাট চুকিয়েছেন ভাবী এই চিকিৎসক। ভালো প্রস্তুতির সঙ্গে সঙ্গে পরীক্ষায় কৌশলী হওয়াটাও গুরুত্বপূর্ণ মারুফের কাছে। শিক্ষার্থীদের উপদেশ দিয়েছেন নেগেটিভ মার্কিং নিয়ে দুশ্চিন্তা ঝেড়ে ফেলতে। বরং পরীক্ষার হলে বসেই পরীক্ষার্থীকে ঠিক করতে হবে ঠিকমতো না জানা অথবা কঠিন প্রশ্নগুলোর উত্তর দেবে কি না।

তাই যারা সাদা অ্যাপ্রনটা গায়ে চড়িয়ে মানুষের সেবা করার অভিপ্রায়ে মেডিকেল কলেজ ভর্তি প্রস্তুতি শুরু করেছ, তাদের জন্য এখনো অনেকটা পথ বাকি। মহান এই পেশায় নিজেকে নিয়োজিত করার এই সুবর্ণ সুযোগটি পাওয়ার জন্য তাই সবাইকে করতে হবে কঠোর পরিশ্রম, আর রাখতে হবে নিজের ওপর বিশ্বাস।

 

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: Ambulance to leave them to die
Previous Health News: সাভারে ভবনধস আহত শ্রমিকদের মধ্যে কানাডার সংগঠনের সহায়তা

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')