মঙ্গল গ্রহে ২০২১ সালের মধ্যেই আবাস গড়ার উদ্দেশ্যে মানুষের পা পড়তে চলছে। লাল রঙের এই গ্রহে পাড়ি দেওয়ার জন্য নাসার কাছে এমন এক মাস্টার প্ল্যান জমা পড়েছে যাতে আগের পরিকল্পনার অনেক আগেই পৌঁছে যাওয়া যাবে প্রতিবেশি লাল গ্রহতে।
আগের পরিকল্পনা অনুসারে মঙ্গল গ্রহে পা দিতে অন্তত ২০৩৩ সাল লেগে যাওয়ার কথা ছিল। কিন্তু গ্রেট ব্রিটেনের এক বিজ্ঞানী এমন এক পরিকল্পনা নাসার কাছে জমা দিলেন যাতে অন্তত বছর দশকের মধ্যেই চলে যাওয়া যাবে মঙ্গলে।
নাসার যে দলটি মঙ্গলে যাওয়ার চূড়ান্ত পরিকল্পনা করছে, সেই দলের প্রধান টম পাইক বলেন, "মানুষের সঙ্গে রোবটকেও মঙ্গলে পাঠানো হবে। যে রকেটে চেপে মানুষমঙ্গলে পা দেবে সেটাতে কোনও জ্বালানি থাকবে না।"
অত্যাধুনিক জ্বালানি বিহীন যানে মাত্র তিনজন যাবে।
সূত্র - poriborton.com

