বলিউড কিং শাহরুখের কি নেই? অর্থ-খ্যাতি-রাজত্ব কিংবা কোটি কোটি ভক্তদের উন্মাদনাময় ভালোবাসা। সবই আছে তার। শুধু নেই ঘুম!
বলিউড বাদশাহর চোখে ঘুম নেই। এ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে শাহরুখের চিকিৎসকরা। হঠাৎ কেন ঘুম উধাও তার কারন জানা না যায়নি। তবে ধারনা করা হচ্ছে সদ্য জন্ম নেয়া সন্তান, নতুন সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’ নিয়ে নানান ধরনের ধকল সামলাতে গিয়েই এ অবস্থা।
শাহরুখের স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছে, তার বর্তমান অবস্থা অনুযায়ি দিনে কম পক্ষে ১০ ঘন্টা ঘুমানো উচিত। কিন্তু কিছুতেই শাহরুখ ১০ ঘন্টা বিছানায় থাকতে পারছে না। বড় জোর ৫/৬ ঘন্টা ঘুমাচ্ছেন তিনি।
সূত্র -poriborton.com

