home top banner

খবর

নিম থেকেই মিলবে ক্যান্সারের ওষুধ
১৩ জুলাই, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   29

আদি অকৃত্রিম নিমেই কি লুকিয়ে আছে ক্যান্সার-নাশের চাবিকাঠি? কলকাতারই একদল বিজ্ঞানীর দাবি যদি সত্যি হয়, তা হলে উত্তরটা 'হ্যাঁ!

রসনায় স্বাদ ফেরানোর টোটকা বা জলবসন্তর অব্যর্থ ওষুধ, এমন বিবিধ ধারণার ক্ষুদ্র গণ্ডি পেরিয়ে ক্যান্সার-চিকিৎসায় নয়া দিগন্ত খুলে দিতে পারে নিম৷ ভারতের কলকাতার চিত্তরঞ্জন ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা বলছেন, নিমপাতা থেকে পাওয়া এক ধরনের গ্লাইকোপ্রোটিন, যা বিষহরার মতো কাজ করে টিউমারের উপর৷ সেই গ্লাইকোপ্রোটিনের সূত্র ধরেই তারা আবিষ্কার করে ফেলেছেন এমন এক ওষুধ, যা সারিয়ে ফেলতে পারে ক্যান্সারও৷ ইনস্টিটিউটের অধিকর্তা জয়দীপ বিশ্বাস জানাচ্ছেন, 'আমরা নিমের পাতা থেকে একটি মোনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করেছি৷ সেটা ক্যান্সারে আশ্চর্য রকম ভাবে কাজ করে৷ এই অ্যান্টিবডির পেটেন্ট পাওয়ার জন্য আবেদন করছি৷'

নিমের গুণাবলি নিয়ে নানা রটনা আদতে মিথ না বাস্তব, তা খতিয়ে দেখতে বছর দশেক আগে নিমপাতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা৷ গবেষক দলের অন্যতম প্রধান সদস্য, হাসপাতালের ইমিউনোলজি বিভাগের প্রধান রথীন্দ্রনাথ বড়াল জানাচ্ছেন, 'আমরা দেখতে পাই, নিম-লিফ গ্লাইকোপ্রোটিনের (এনএলজি) অ্যন্টি টিউমার অ্যাকটিভিটি আছে৷ তাই আমরা আরও গভীরে রিসার্চ চালিয়ে যেতে থাকি৷ গত কয়েক মাসে যে ফলাফল পাওয়া গিয়েছে তা বেশ আশাপ্রদ৷' কী ফল পাওয়া গিয়েছে?

জানা গেল, সম্প্রতি গবেষক দলের অন্যতম সদস্য অর্ণব দাস এনএলজি-র থেকে একটি মোনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করেছেন, যা ক্যান্সারের বিরুদ্ধে বেশ কার্যকরী৷ কী রকম? গবেষক দলের আর এক সদস্য, সিএনসিআই-এর বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান স্মরজিত্ পালের কথায়, 'কোলোন ক্যান্সারের সময় শরীরে কারসিনো-এমব্রায়োনিক অ্যান্টিজেন (সিইএ) নামক একটি প্রোটিনের পরিমাণ বেড়ে যায়৷ আমরা পরীক্ষা করে দেখেছি, এনএলজি-র বিরুদ্ধে তৈরি এই মোনোক্লোনাল অ্যান্টিবডি শরীরে সিইএ-র পরিমাণ কমিয়ে দেয় অনেকটাই৷ আর সিইএ যদি কমিয়ে দেয়া যায়, তা হলে ক্যান্সারকেও আয়ত্তে আনা সম্ভব৷'

এটুকুই নয়৷ সিএনসিআই-এর বিজ্ঞানীদের দাবি, এই মোনোক্লোনাল অ্যান্টিবডি যেহেতু ক্যান্সারের টার্গেটেড থেরাপি (অর্থাৎ যা কাজ করে শুধু ক্যান্সার আক্রান্ত কোষেই), তাই শরীরের অন্য কোষের ক্ষতি না-করেই তা সারিয়ে ফেলবে ক্যান্সারকে৷ সব ক্যান্সারকেই কি সারিয়ে ফেলতে পারে এই অ্যান্টিবডি? স্মরজিত্ পাল জানাচ্ছেন, 'এখনও পর্যন্ত বৃহদন্ত্র, স্তন, ডিম্বাশয় এবং ফুসফুসের ক্যান্সারে সিইএ-র উপস্থিতির প্রমাণ মিলেছে৷ কাজেই ওই ক্যান্সারগুলি সারিয়ে ফেলা সম্ভব৷ বাকিটা এখনও পরীক্ষার স্তরে রয়েছে৷'

অতঃপর? উচ্ছ্বসিত রথীন্দ্রনাথ বড়াল জানাচ্ছেন, 'আমরা আপাতত পেটেন্টের আবেদন করছি৷ সেটা পেয়ে গেলে ড্রাগ কন্ট্রোলার এবং এথিক্যাল কমিটির কছে আবেদন করা হবে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য৷ সব যদি ঠিকঠাক থাকে, তা হলে আমাদের ল্যাবরেটরিতেই বাল্ক আকারে তৈরি করব এই অ্যান্টিবডি৷ যার দাম বাজার চলতি মোনোক্লোনাল অ্যান্টিবডির চেয়ে অনেকটাই কম হবে৷ উপকৃত হবেন রোগীরা৷'

এই খবরে উৎসাহী কলকাতার ক্যান্সার-চিকিৎসকরাও৷ মেডিক্যাল কলেজের অঙ্কোলজি বিভাগের প্রধান শিবাশিস ভট্টাচার্য বলছেন, 'আধুনিক চিকিত্সায় যে মোনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহূত হয়, তার দাম রীতিমতো বেশি৷ সাধারণ রোগীদের নাগালের বাইরে৷ এই গবেষণা যদি সাফল্য পায়, তা হলে অনেক কম দামে এই অ্যান্টিবডি পাওয়া যাবে৷' শহরের অন্যান্য অঙ্কোলজিস্টরা বলছেন, ক্যান্সার গবেষণায় রাজ্য পিছনের সারিতে, এমন একটা ধারণা রয়েছে৷ এই গবেষণা সাফল্যের শিখর ছুঁলে, সেই ধারণা ভাঙবে৷

 

সূত্র - নতুন বার্তা

Please Login to comment and favorite this News
Next Health News: Saudi Arabia warns pilgrims over coronavirus
Previous Health News: মজ্জায় মারণরোগ

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')