পাকিস্তানের লিজেন্ডারি ব্যাটসম্যান হানিফ মোহাম্মদের লিভার ক্যানসারের সফল অস্ত্রোপচার সম্মন্ন হয়েছে। ৭৮ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারের অস্ত্রোপচার করা হয়েছে। আগামী এক সপ্তাহ তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
সার্জন রবার্ট হুচিন্স বললেন,‘প্রাথমিক অবস্থায় ক্যানসার ধরা পড়েছে। সারা শরীরে খুব বেশি ছড়ায়নি।’ ডন’র রিপোর্টে জানা গেছে, চার সপ্তাহ আগে করাচি হাসপাতালে হানিফের লিভারে ক্যানসার ধরা পড়ে। পরবর্তীতে লন্ডনে আসেন তিনি। সেখানেই অস্ত্রোপচার করানো হয়েছে।
অস্ত্রোপচার শেষে হানিফ বললেন,‘এখন ভালো লাগছে। সার্জন আমাকে বলেছেন প্রাথমিক অবস্থায় ছিল এটা। খুব বেশি ছড়ায়নি। শিগগিরই সেরে উঠব।’
পাকিস্তান ক্রিকেটের শুরুতেই তারকা বনে যান হানিফ। বেশ কয়েকটি বিশ্ব রেকর্ডও দখলে গেছে তার। টেস্ট ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ম্যাচ খেলেছেন তিনি। ১৯৫৭-৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বার্বাডোজে ব্যাটিং উইকেটে ৯৭০ মিনিট ছিলেন, রান করেন ৩৩৭। প্রথম শ্রেণীর ক্রিকেটে পরের বছরই ৪৯৯ রানের সেরা ইনিংস খেলে রেকর্ড গড়েন তিনি। অবশ্য ব্রায়ান লারার কাছে হাতছাড়া করতে হয়েছে এই রেকর্ডটি।
সূত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

