শিশুদের কিডনি ও মূত্রতন্ত্রজনিত সমস্যার চিকিত্সায় এ্যাপোলো হসপিটাল চালু করেছে ওয়ান স্টপ ক্লিনিক। মঙ্গলবার হাসপাতালটিতে এ বিভাগের উদ্বোধন করা হয়।
পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট ডা. সাবিনা সুলতানা ও পেডিয়াট্রিক ইউরোলজিস্ট অধ্যাপক ডা. শহীদ করিমের তত্ত্বাবধানে চালু হল নতুন এ বিভাগটি। এই ক্লিনিকে শিশুদের কিডনিজনিত সমস্যা যেমন প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, ফোঁটায় ফোঁটায় প্রস্রাব হওয়া, অনিয়ন্ত্রিত প্রস্রাবের কারণে বিছানা ভিজে যাওয়া, মূত্রনালীর সংক্রমণ, উচ্চ রক্তচাপ, শিশু বয়সেই ডায়াবেটিস থাকা বা অতিমাত্রায় মুটিয়ে যাওয়া, নেফ্রোটিক সিনড্রোম, বংশগত কিডনি রোগ, অন্ডকোষের প্রদাহ, সার্জিক্যাল বিভিন্ন সমস্যা যেমন টিউমার, হাইড্রোসিল বা একশিরা, হাইপোস্পেডিয়াস এবং কিডনি ও মূত্রতন্ত্রের বিভিন্ন জন্মগত অস্বাভাবিকতা প্রভৃতি সমস্যাজনিত রোগের চিকিত্সা দেয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের কৌশল নির্ধারণ পরিচালক রঞ্জন ডি সিলভা বলেন, চিকিত্সা সেবায় নতুন দ্বার উন্মোচনে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এ্যাপোলো পেডিয়াট্রিক কিডনি ও ইউরোলজি ক্লিনিক একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে কাজ করবে।এসময় হাসপাতালের ব্যবসায় সম্প্রসারণ বিভাগের মহাব্যবস্থাপক ডাঃ শাগুফা আনোয়ার, সিনিয়র ম্যানেজমেন্ট এবং কনসালটেন্ট ছাড়াও অনুষ্ঠানে এ্যাপোলো হাসপাতালে চিকিত্সাপ্রাপ্ত কিডনি রোগী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র - প্রথম আলো

