home top banner

খবর

স্বাস্থ্যবিমার টাকা তুলে প্রতারণা
০৭ জুলাই, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   22

ভুয়া কাগজপত্র দিয়ে স্বাস্থ্যবিমার টাকা তুলে প্রতারণা করেছেন জাপানে বসবাসরত কয়েকজন বাংলাদেশি। জাপান পুলিশের তদন্তে মিলেছে, চার বছরে এ চক্রটি স্থানীয় প্রশাসনকে ফাঁকি দিয়ে প্রায় ১০ লাখ ইয়েন (১০ হাজার ডলার) তুলে নিয়ে আত্মসাৎ করেছে। তবে পুলিশের ধারণা, আত্মসাৎ করা টাকার পরিমাণ অনেক বেশি।
জাপান পুলিশের সূত্র জানায়, প্রাথমিকভাবে পুলিশ এ চক্রের আটজনকে শনাক্ত করেছে। এদের সাতজনকে গ্রেপ্তার করা হয়। আর চক্রের হোতা আগেই বাংলাদেশে পালিয়ে যান। তবে তাঁকে ধরতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা চেয়েছে জাপান। গ্রেপ্তার হওয়া সাতজনের মধ্যে ছয়জনকে স্বল্প মেয়াদের কারাদণ্ড দিয়ে দেশে ফেরত পাঠানো হয়।
সূত্র জানায়, এ ঘটনা নিয়ে জাপান পুলিশ প্রায় দুই বছর ধরে তদন্ত করে। সব রকমের তথ্য-প্রমাণ পাওয়ার পর গত মাসের শেষ দিকে সেখানকার পুলিশ সংবাদ সম্মেলন করে। এতে কী করে সেই প্রতারণা করা হয়েছিল, তার পুরো বিবরণ সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়।
পুলিশের সংবাদ সম্মেলনের পর জাপানের গণমাধ্যমে এ নিয়ে নানা খবর প্রচারিত হতে থাকে। সব খবরেই বাংলাদেশিদের প্রতারক হিসেবে তুলে ধরা হয়। তবে প্রতারণা ছোট হলেও এটি আলোচিত হওয়ার প্রধান কারণ, এ দলের হোতা আবু সাঈদ আল জরিপ নামের এক বাংলাদেশি। তাঁর মেয়ে রোলা জাপানের উঠতি মডেল। অনেক নাম করা কোম্পানির সঙ্গে তাঁর চুক্তি রয়েছে। এখন বাবার এ অপকর্মের কারণে সেই সব প্রতিষ্ঠান তাঁর সঙ্গে চুক্তি বাতিল করছে।
জাপানে বসবাসরত বাঙালিরা জানান, জাপানে বসবাসরত প্রতিটি নাগরিক জাতীয় স্বাস্থ্যবিমার আওতায় থাকেন। এ জন্য প্রতি মাসে তাঁদের বিমার কিস্তি দিতে হয়। বিমা করা কোনো ব্যক্তি জাপানের বাইরে গিয়ে অসুস্থ হলে তিনিও বিমাসুবিধা পাবেন। যে দেশে তিনি চিকিৎসা করাবেন, সেই দেশের কাগজপত্র দাখিল করলেই বিমা প্রতিষ্ঠান চিকিৎসার সব টাকা পরিশোধ করে। বাংলাদেশি ব্যক্তি আবু সাঈদ এ সুযোগকে কাজে লাগান। কোনো বাংলাদেশি দেশ থেকে জাপানে ফিরে গেলেই তিনি ওই লোকের স্বাস্থ্যবিমা কার্ড সংগ্রহ করে নেন। এরপর সেই লোকের নামে বাংলাদেশে চিকিৎসার যাবতীয় ভুয়া কাগজপত্র সংগ্রহ করে সেই ব্যয়ের বিল দাখিল করেন জাপানি কর্তৃপক্ষের কাছে। এভাবে পাওয়া টাকার একটা অংশ যাঁর বিমা কার্ড তাঁকে দেন, আর বাকি অর্থ নিজেরা রেখে দেন। এভাবে চার বছর ধরে তাঁরা বহু লোকের নামে ভুয়া বিল তুলে আত্মসাৎ করেন।
সূত্র জানায়, এভাবে সবকিছু ঠিকঠাক মতো চললেও গত বছর এপ্রিলে টোকিওর সুগিনামি ওয়ার্ড কর্তৃপক্ষ একটি চিকিৎসা বিল নিয়ে সন্দেহ করে। এ ঘটনাটি তারা পুলিশকে জানায়। এরপর টোকিও মেট্রোপলিটন পুলিশ তদন্ত শুরু করে। দুই বছর তদন্তের পর দোষীদের গ্রেপ্তারের জন্য পুলিশ আদালতের কাছে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানায়। আদালতের অনুমতি পাওয়ার পর গত বছর সেপ্টেম্বরে সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। কিন্তু সহযোগীদের আটক হওয়ার খবর টের পেয়ে প্রতারক দলের নেতা আবু সাঈদ বাংলাদেশে পালিয়ে যান।
জানা যায়, গ্রেপ্তার হওয়া সাতজনের মধ্যে আবু সাঈদের ঘনিষ্ঠ আমিন শরিফ এখনো জাপানের কারাগারে আছেন। বাকি ছয়জনের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলায় দেড় থেকে তিন বছর কারাদণ্ড হয়। তবে স্বল্প কারাদণ্ডের কারণে এ ছয়জনকে দুই মাস আগে বাংলাদেশে ফেরত পাঠায় পুলিশ।
জাপানে বসবাস করা বাঙালিরা জানান, এ চক্রের হোতা সাঈদ তাঁর মেয়ে রোলার কারণে জাপানে পরিচিত। রোলা জাপানের আলোচিত মডেল। সব গণমাধ্যমের নজর তাঁর দিকে। এখন তাঁর বাবার অপকর্মের কথা প্রচার করা হচ্ছে। বাবার অপরাধ এখন মেয়ের পেশাগত জীবনকেও বিষিয়ে তুলেছে। জাপানের বিজ্ঞাপনদাতাদের অনেকেই এই মডেল তারকার সঙ্গে করা চুক্তি বাতিল করে দিতে শুরু করেছেন।

 

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: কাজগুলো করল না স্বাস্থ্য মন্ত্রণালয়
Previous Health News: Pepsi Still Contains Too Much Carcinogen Found In Caramel Coloring, Group Says

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')