সবার জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক সম্মিলিত প্রয়াসের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবায় সুশাসনের চ্যালেঞ্জ মোকাবেলায় সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র আয়োজনে রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত ‘স্বাস্থ্যসেবায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক জেলা ও উপজেলা পর্যায়ের অভিজ্ঞতা-ভিত্তিক দিনব্যাপী এক পরামর্শ সভার সমাপনী পর্বে স্বাস্থ্যমন্ত্রী এ আহ্বান জানান।
টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য দেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার মো. সিফায়েত উল্লাহ।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন,টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং দিনব্যাপী দলীয় আলোচনার সার-সংক্ষেপ উপস্থাপন করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. সাইদুর রহমান এবং ফরিদপুর জেলার সিভিল সার্জন ডা. মো. সিরাজুল হক তালুকদার।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন টিআইবি’র উপ-নির্বাহী পরিচালক ড. সুমাইয়া খায়ের।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন, কমিউনিটি ক্লিনিক চালু, পুষ্টি, শিশু ও মাতৃমঙ্গল নিশ্চিত করা, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ আরো অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। গত চার বছরে বিপুল সংখ্যক চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহকারী ও কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার নিয়োগ দেয়া হয়েছে।”
পরামর্শ সভায় ৪৫টি অঞ্চলে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর স্বাস্থ্য উপ-কমিটির সভাপতি ও প্রতিনিধি ছাড়াও সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৩৪টি জেলা সদর হাসপাতাল ও জেনারেল হাসপাতাল এবং তিনটি মেডিকেল কলেজ হাসপাতালের ৪৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা ছয়টি দলে বিভক্ত হয়ে দিনব্যাপী দলীয় আলোচনায় অংশ নেন।
সূত্র - নতুন বার্তা

