home top banner

খবর

বিপর্যয়ের শিকার নারী
০১ জুলাই, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   24

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় উপকূলের নারীরা হিমশিম খাচ্ছেন। এতে মা ও শিশুর অপুষ্টি এবং মৃত্যুহার বেড়েছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল—ইউএনএফপিএর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রতি সাতজনের একজন নারী জলবায়ু বিপর্যয়ের শিকার।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রভাবে নারীরা বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এতে নারীর ওপর সংসারের দায়িত্ব বেড়ে গেছে। প্রতিকূল পরিবেশে খাদ্য প্রস্তুত, জ্বালানি ও পানি সংগ্রহের জন্য বেশি শ্রম দিতে হচ্ছে তাঁদের। ঝড়-জলোচ্ছ্বাসের সময় নারীরা শিশু ও গৃহস্থালি জিনিসপত্র রক্ষার চেষ্টা করায় অনেক নারী ও শিশু মারা যান। সরকারি হিসাবে, ঘূর্ণিঝড় সিডরে সারা দেশে তিন হাজার ৪৪৭ জন মারা যায়। এর মধ্যে বরগুনায় মারা যায় এক হাজার ৫৪০ জন। নিহতদের ৭০ ভাগই নারী ও শিশু।
খাওয়ার পানির সংকট: লবণাক্ততা বেড়ে যাওয়ায় উপকূলে ভূ-গর্ভস্থ পানিতে এর প্রভাব পড়েছে। উপকূলে মিঠাপানি দুষপ্রাপ্য হয়ে উঠছে। ফলে বেশির ভাগ পরিবারের নারীরা মাইলের পর মাইল হেঁটে খাওয়ার পানি সংগ্রহ করেন।
বরগুনার পাথরঘাটা উপজেলার টেংরা গ্রামের আমেনা বেগমের স্বামী মনা বেপারি সকালে উঠে কাজের সন্ধানে বেরিয়ে যান। তাই বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার হেঁটে ও খাল পাড়ি দিয়ে তাঁকে প্রতিদিন খাওয়ার পানি আনতে হয়। এই গ্রামের শতাধিক পরিবারের নারী এভাবে প্রতিদিন পানি সংগ্রহ করেন। 
বাড়ছে শিশু ও প্রসূতি মৃত্যু: পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ডব্লিউএআরপিও) দেওয়া উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা পরিকল্পনা প্রতিবেদন অনুযায়ী, বরিশাল বিভাগের নারীরা প্রজনন স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে। সারা দেশে ৯২ ভাগ নারী ঘরে বসে সন্তান প্রসব করেন। উপকূলে সেই হার ৯৬। এর মধ্যে বরিশালে ৬৮ ভাগ নারী কোনো রকম প্রজনন সেবা পান না। স্বাস্থ্য অধিদপ্তরের ২০০৩ সালের তথ্য অনুযায়ী, উপকূলীয় এলাকায় মাতৃমৃত্যু হার ছিল প্রতি হাজারে পাঁচজন। এই হার প্রতি লাখে ১৯৪ জনে নামিয়ে আনার কথা বলা হলেও বাস্তবে তা সম্ভব হয়নি।
প্রথম আলোর অনুসন্ধানে দেখা যায়, গত তিন বছরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় সাড়ে তিন হাজার মা ও শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, তিন বছরে এ হাসপাতালে প্রাণ হারান ২৯৫ জন প্রসূতি। এর মধ্যে ২০১২ সালে ৯৫ জন, ২০১১ সালে ১১২ এবং ২০১০ সালে ৮৮ জন প্রসূতির মৃত্যু হয়। ২০১২ সালে জন্মকালে ৫১৪ শিশুর মৃত্যু হয়। অর্থাৎ ওই বছর ৬০৯ জন প্রসূতি ও শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। একই বছর হাসপাতালটিতে সাত হাজার ৫৭৭ জন প্রসূতি চিকিৎসা নিয়েছিলেন। সরকারি হিসাবে বরিশাল বিভাগে বর্তমানে মাতৃ ও শিশুমৃত্যু হার প্রতি লাখে ১৯৪ জন। বাস্তবে মাতৃ ও শিশুমৃত্যু হার বহুগুণ বেশি।
এটাকে অস্বাভাবিক মন্তব্য করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আকবর হোসেন প্রথম আলোকে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকির মুখে পড়েছেন নারীরা।নিরাপদ পানি, খাদ্য ও পরিবেশগত বৈরিতায় নানামুখী স্বাস্থ্যঝুঁকি বেড়েছে।
 
সূত্র - প্রথম আলো
 

Please Login to comment and favorite this News
Next Health News: বাড়ছে জলবায়ু-উদ্বাস্তু কমছে উপকূলের জনসংখ্যা
Previous Health News: Too-early solid food could lead to problems for babies

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')