সূর্যের আলোর ওষুধি গুণ সম্পর্কে প্রাচীনকাল থেকেই প্রচলিত আছে নানা কথা। কখনও শিশুর হাড় গঠনে, কখনও বা ক্ষতস্থান শুকাতে প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে জুড়ি নেই এই আলোর। তবে নতুন খবর হচ্ছে, অ্যাজমা সারাবে সূর্যের আলো।
সম্প্রতি লন্ডনের কিংস কলেজের একদল গবেষক জানান, সূর্যের আলোতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি। যা অ্যাজমা তৈরি করে এমন ব্যকটেরিয়াকে ধ্বংস করে।
সাধারণত ধুলো-বালিযুক্ত দুষিত এলাকায় অ্যাজমা রোগীদের শ্বাস-প্রশ্বাস নিতে অনেক কষ্ট হয়। এক্ষেত্রে ওষুধও তেমন কাজ করে না।
প্রফেসর ক্যাথেরিন হাওরিলোইছজ বলেন, “মানবদেহে ‘ইনটারলিউকিন-১৭’ নামের একধরনের রাসায়নিক উপাদান আছে। গুরুত্বপুর্ণ এই উপাদানটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা করে। কিন্তু দেহে ‘ইনটারলিউকিন-১৭’-এর পরিমাণ বাড়লে মানুষ অ্যাজময় আক্রান্ত হয়।”
তিনি আরো বলেন, “একমাত্র ভিটামিন ডি-তেই আছে এমন কিছু উপাদান যা রক্তে ‘ইনটারলিউকিন-১৭’-এর পরিমাণ বাড়তে দেয় না। আর এক্ষেত্রে সূর্যের আলোর কোনো বিকল্প নেই।”
ক্যাথেরিন জানান, ২৮ জন অ্যাজমা রোগীর ওপর গবেষণা চালিয়ে দেখা যায়, যারা প্রতিদিন স্টেরোয়েড গ্রহণ করে তাদের তুলনায় যারা প্রতিদিন সূর্যের আলোতে সময় কাটান তাদের দেহে অ্যাজমার ঝুঁকি কম।
সূত্র - নতুন বার্তা

