সৌদি আরবে প্রাণঘাতী মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম) করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বাড়তে থাকায় জনগণের উদ্বেগ-উৎকণ্ঠার মুখে বরখাস্ত করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রীকে।
দেশটিতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৮১ জনে দাঁড়িয়েছে বলে জানায় বিবিসি।
মার্স ভাইরাসের মৃতের সংখ্যা বাড়তে থাকা নিয়ে জনগণের আতঙ্ক দূর করার চেষ্টায় স্বাস্থ্যমন্ত্রী আব্দুল্লাহ আল রাবিয়াহ জেদ্দায় একটি হাসপাতাল পরিদর্শনের কয়েকদিন পরই তাকে বরখাস্ত করা হল। মঙ্গলবার কোনো কারণ ব্যাখ্যা না করেই রাবিয়াহকে দায়িত্ব থেকে অব্যহতি দেন বাদশাহ আবদুল্লাহ।
সৌদি আরব জুড়ে এখন পর্যন্ত ২৬১ জন মার্স ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে বলা হচ্ছে।
২০১২ সালের সেপ্টেম্বরে সর্বপ্রথম সার্সের মতো দূরারোগ্য এই ভাইরাসের প্রাদুর্ভাব হওয়ার পর এ পর্যন্ত ৯৩ জনের মৃত্যু হয়েছে বলে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা ‘ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন’ (ডব্লিউএইচও) জানিয়েছে। এ পর্যন্ত ২৪৩ জন ভাইরাস আক্রান্ত হয়েছে বলেও সংস্থাটির কাছে তথ্য রয়েছে।
সূত্র bdnews24.com

