home top banner

স্বাস্থ্য টিপ

বংশগত কারণে কি আলঝেইমার হতে পারে?
১৪ সেপ্টেম্বর, ১৩
  Viewed#:   232

ধারণা করা হয়, জেনেটিক্যাল কারণ আলঝেইমার রোগের জন্য দায়ী হতে পারে।যদিও বিজ্ঞানীরা এখনও জানেন না আলঝেইমার হওয়ার মুল কারণ কি! তবে ধারণা করা হয় জেনেটিক্যাল এবং অন্যান্য কিছু কারণ মিলিয়ে আলঝেইমার হতে পারে।তবে গবেষকরা বংশগত কারনের উপর গুরুত্তারোপ করছেন- কিভাবে এবং কি কারণে বংশগত ভাবে আলঝেইমার বাবা কিংবা মা থেকে সন্তানের হতে পারে, তা  নিয়েই বিজ্ঞানীরা বিস্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন।

কিভাবে বংশগত এবং জেনেটিক্যাল কারণ আলঝেইমার হওয়ার পেছনে কাজ করে?

প্রতিটি মানুষের ২৩ জোড়া ক্রোমোসোম থাকে।মানুষ সাধারণত প্রতি জোড়ার একটি ক্রোমোসোম বাবার থেকে এবং অপরটি মার থেকে গ্রহণ করে।প্রতিক্রোমোসোমেডি,এন,এডাবলহেলিক্সসর্পিলাকারে পেঁচানো অবস্থায় থাকে এবং ডি, এন,এতে জিন বিন্যস্ত থাকে।জিন বংশগত বৈশিষ্ট্য বহন করে। 

প্রতিটি জিন কিছু কেমিক্যাল ইন্সট্রাকশান বহন করে যা শরীরের কোষকে কিভাবে প্রতিটি প্রোটিন সম্পূর্ণ আলাদা ভাবে তৈরি করা যায় তার নির্দেশ দেয়।

আলঝেইমার কি একটি জেনেটিক ডিজিস?

জেনেটিক রিসার্চ থেকে প্রমান পাওয়া যায় যে, আলঝেইমার রোগের সাথে ৪ টি ক্রোমোসোম যথা ক্রমে ১,১৪,১৯ এবং ২১ এর সম্পর্ক রয়েছে।

১৯ নংক্রোমোসোমের "APOE"   নামক জিনকে আলঝেইমার রোগের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়।অনেক গবেষণা থেকে দেখা গেছে - "APOE"   নামকজিনের "APOE4" নামক প্রকারের কারণে মানুষের জীবনে আলঝেইমার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।

গবেষণার ফলাফলে মুল প্রশ্ন থেকে যায় কেন অনেক মানুষের "APOE" নামক জিনের "APOE4"  প্রকার থাকার পরও আলঝেইমার হয় না? আবার অনেক ক্ষেত্রে কিছু মানুষের "APOE4" নামক জিনের প্রকার না থাকার পরও তাদের আলঝেইমার হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে।তাই বলা হয়, জেনেটিক্যাল এবং বংশগত কারণই আলঝেইমার হওয়ার পেছনে মুল কারণ নয়।

পারিবারিক ভাবে আলঝেইমারের সমস্যা থাকলে

অনেক সময় আলঝেইমার কোন কোন পরিবারের ক্ষেত্রে প্রবলভাবে দেখা যায়।পরিবারের অধিকাংশ সদস্যই আলঝেইমার হওয়ার ঝুঁকিতে থাকে।অনেক ক্ষেত্রে তাদের " early-onset familial Alzheimer's disease, or FAD" দেখা যায়।এসকল পরিবারের মানুষের ডি,এন,এর উপর গবেষণা করে বিজ্ঞানীরা দেখতে পান যে, এসকল পরিবারের সদস্যদের মাঝে একটি জিনে অ্যাবনরমালিটি দেখা যায় -২১ নং জিনে কিছু অ্যাবনরমালিটির কারণে একই পরিবারের মাঝে early-onset familial Alzheimer's disease, or FAD দেখা যায়।বর্তমানে গবেষণায় দেখা গেছে ১ এবং  ১৪ নাম্বার জিনের কারনেও পারিবারিক ভাবে আলঝেইমারের সমস্যা দেখা যায়।

বিজ্ঞানীরা ২১ নং জিনের সাথেও আলঝেইমার রোগের সম্পৃক্ততা পেয়েছেন।২১ নাম্বার জিনের একটি এক্সট্রা কপি থাকার ফলে শিশু ডাউনসিনড্রোম নিয়ে জন্মায়।ডাউনসিনড্রোমিক মানুষরা যখন বুড়ো হয়, তখন তাদের মস্তিষ্কে কিছু অ্যাবনরমালিটি দেখা যায়, যা আলঝেইমার হলে মস্তিষ্কের যে অবস্থা হয় তার সাথে মিলে যায়।

কিছু গবেষক মনে করেন আলঝেইমারের পেছনে জেনেটিক্যাল কারণ নিয়ে আর গবেষণা করার কিছু নেই।বেশির ভাগ গবেষকই বিশ্বাস করেন আলঝেইমারের পেছনে আরও অনেক জিন দায়ী থাকতে পারে।

সূত্র - webmd.com

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: পুরুষের একান্ত দুর্বলতা
Previous Health Tips: গোসল করার সময় কানে পানি ঢুকলে কি কোনো সমস্যা হতে পারে?

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')