home top banner

স্বাস্থ্য টিপ

ফোন করার সময়-অসময়
০৫ সেপ্টেম্বর, ১৩
  Viewed#:   148

সেদিন স্যারের বাসায় পরীক্ষা দেরিতে শুরু হয় তাহিয়া সামছুলের। পরীক্ষার সময় মুঠোফোন বন্ধ করে রাখতে ভুলে যায় সে। একমাত্র মেয়ের দেরি দেখে মা রেজিনা সুলতানা বারবার মুঠোফোনে কল করতে থাকেন। ফোনের রিং বাজায় মায়ের কল কেটে মুঠোফোন বন্ধ করে দেয়। তখন মা মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠানের অটো ভয়েস টোন ‘দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না’ শুনে দুশ্চিন্তায় ভুগতে থাকেন—মেয়ের কিছু হলো না তো! এ ক্ষেত্রে তাহিয়া কেন দেরি হচ্ছে জানিয়ে মাকে আগেই একটা খুদে বার্তা পাঠিয়ে দিতে পারত।তাহলে মা তাকে পরীক্ষার সময় বারবার ফোন দিতেন না। এ তো গেল একধরনের কথা।

খুব জরুরি বা অনেকটা অকেজো কারণে অনেকেরই আরেক ধরনের অভ্যাস থাকে। তাঁরা যদি দেখেন, যাঁকে ফোন করছেন, তিনি কোনো কারণে ফোনটা ধরছেন না; তাহলে বারবার ফোন করতে থাকেন। অন্য প্রান্তের ব্যক্তিটি কোনো কাজে ব্যস্ত থাকতেই পারেন, সেটি তাঁরা বোঝেন না। আসলে আপনাকে বুঝতে হবে, কখন কাকে ফোন করবেন। দেখা যায়, অফিসের সময় শেষ করে হয়তো ব্যক্তি মাত্র ঘরে ফিরেছেন কিংবা বাসে চাপাচাপি করে বসে আছেন, সে অবস্থায় ফোন দিলে তিনি না-ও ধরতে পারেন। তখন খুদে বার্তা হতে পারে সহজ সমাধান। আপনার প্রয়োজন তাঁকে জানিয়ে রাখুন। তিনি ব্যস্ততা কমে গেলে নিশ্চয় ফোন দেবেন।

মুঠোফোন সেবা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান বলেন, ‘কল গ্রহীতা দুবারের বেশি কল করার পরও যদি সাড়া না দেন, সে ক্ষেত্রে খুদে বার্তায় কল করার কারণ জানিয়ে রাখতে পারি। কল গ্রহীতা হয়তো সাময়িক ভাবে ব্যস্ত কিংবা মুঠোফোন থেকে দূরে থাকার কারণেই আমাদের কল ধরতে পারেন না। তাই এ ক্ষেত্রে বিচলিত না হয়ে বারবার ফোন দেওয়া উচিত নয়।’

আপনি হয়তো জানেন আপনার বস কিংবা সহকর্মী কোনো মিটিংয়ে, কিন্তু জরুরি প্রয়োজন, সেক্ষেত্রে কারণ জানিয়ে খুদে বার্তা পাঠান যে তিনি ফোন ধরতে পারবেন কি না। আবার কলগ্রহীতা যদি কোনো কারণে ব্যস্ত থাকেন, সেটিও খুদে বার্তা দিয়েজানিয়ে দিতে পারেন, যাতে অন্য প্রান্তের ব্যক্তি বিচলিত না হন। এমন পরিস্থিতিতে প্রথমবারেই কল কেটে দিয়ে খুদে বার্তা পাঠানো উচিত। আর মুঠোফোন নীরব (সাইলেন্ট) বা বন্ধ করে রাখা উচিত। মাহমুদুর রহমান মনে করেন, ব্যস্ততার কারণে আমরা অনেক সময় মুঠোফোন থেকে দূরে থাকি, সে ক্ষেত্রে পরবর্তী সময়ে যে নম্বর থেকে কল এসেছে, তাকে আবারও কল করা। কখনো গাড়ি চালাচ্ছেন আর ফোন ধরতে পারছেন না, সে ক্ষেত্রেও খুদে বার্তা পাঠিয়ে রাখুন।

খেয়াল রাখুন
মুঠোফোন থেকে অসাবধানতাবশত কোনো নম্বরে কল গেলে যখনই বিষয়টি টের পাবেন, তখনই দুঃখ প্রকাশ করে কল কিংবা খুদে বার্তা পাঠানো যেতে পারে।
ঘড়িরকাঁটার দিকে তাকিয়ে, অর্থাৎ সময় বুঝে কাউকে ফোন করা উচিত।
কেজো কোনো কথাবা পরে বলা যাবে—এমন বিষয়ে অফিসের সময়ের পর কাউকে ফোন করা ঠিক নয়। হয়তো জরুরি অবস্থায় ফোন দিতে হয়েছে আপনাকে, তাহলে শুরুতেই ফোনের অন্য প্রান্তের ব্যক্তি ব্যস্ত আছেন কি না, জেনে নিন।
এরপর তাঁকে গুরুত্বপূর্ণ কথাটি বলুন। অপরিচিত নম্বর থেকে পরিচিত কাউকে কল দিলে আপনি কলদাতাকে আগেই আপনার পরিচয় জানিয়ে খুদে বার্তা পাঠিয়ে দিন; নতুবা তিনি কল না-ওধরতে পারেন।
পরিচিত বয়স্ক কেউ কল করলে সে ক্ষেত্রে তিনি খুদে বার্তা না-ও বুঝতে পারেন। ব্যস্ততা শেষে তাঁকে জরুরি কল করুন। ফিক্সড ফোন থেকে কল দিলে কলগ্রহীতা যদি কল না ধরেন, তাহলে ব্যক্তিগত নম্বরথেকে একটি খুদে বার্তা পাঠিয়ে রাখুন; তা না হলে কলগ্রহীতা আপনার সঙ্গে আরযোগাযোগ করতে পারবেন না।

 

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: আমরা ‘আমড়া’ খাই
Previous Health Tips: Why wearing glasses when you can do LASIK!!!

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')