home top banner

স্বাস্থ্য টিপ

হাতা কাটা পোশাক পরতে চাইলে...
০৪ সেপ্টেম্বর, ১৩
  Viewed#:   370

খাটো হাতা বা লম্বা হাতার ফ্যাশন ঘুরেফিরে আসে, কিন্তু হাতা কাটার ফ্যাশনটাসব সময়ই যেন চলছে। হাতা কাটা পোশাক পরতে চাইলে খেয়াল রাখতে হবে কিছুবিষয়। আপনাকে মানাচ্ছে কি না, তা তো দেখতে হবেই। হাতের অনেকটা অংশ অনাবৃতথাকে, তাই হাতের যত্ন নেওয়া জরুরি।

অভিনয়শিল্পী সোহানা সাবা নিজেরনকশা করা পোশাক পরতে পছন্দ করেন। তিনি জানান, গরমের সময় পোশাকে আরামখুঁজতে হাতা কাটা পোশাকের কোনো বিকল্প নেই। এ ছাড়া কোনো উপলক্ষ ও আয়োজনেহাতা কাটা পোশাকের মাধ্যমে সাজে জমকালো ভাব ফুটিয়ে তোলা সম্ভব।

হাতেরগড়ন অনুযায়ী বেছে নিন পোশাকের ধরন। এ নিয়ে পরামর্শ দিলেন বিবিয়ানারফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার। যাঁদের হাতের গড়ন ভারী, তাঁরা হাতা কাটাপোশাকের ক্ষেত্রে পোশাকের কাঁধের অংশ একটু চওড়া করে নিন। এর সঙ্গে পেছনেরদিকে ওঠানো গলা থাকলেও ভালো দেখাবে। পুরো বন্ধ গলা না হলেই ভালো হয়।

আপনিচাইলে কাঁধ থেকে এক বা দেড় ইঞ্চি পরিমাণ চওড়া ছোট ম্যাগি হাতাও পরতেপারেন। যাঁরা মাঝারি গড়নের, তাঁরা কাঁধ উঁচু ও বন্ধ গলার পোশাকটি হাতাকাটা পরতে পারেন। এ ক্ষেত্রে ব্লাউজ ও কুর্তা—দুটোতেই ভালো মানিয়ে যাবে।যাঁদের হাতের গড়ন বেশি চিকন, তাঁরাও চওড়া কাঁধের হাতা কাটা কুর্তা বাকামিজ পরুন। গলাটা এ ক্ষেত্রে ওঠানো হলেই ভালো দেখাবে। অন্যদের জন্য তোবাধাই রইল না। মনের মতো কাঁধ ও গলার কাট বেছে নিতে পারেন। চিকন কাঁধের হাতাকাটা পোশাকগুলো কম বয়সী মেয়েদের জন্য অধিক মানানসই।

বিন্দিয়াএক্সক্লুসিভ হেয়ার অ্যান্ড বিউটি কেয়ারের রূপবিশেষজ্ঞ শারমিন কচি বলেন, ‘আমাদের শরীরের অন্যান্য অংশের তুলনায় হাতের ত্বকের রং গাঢ় হয়। হাতাকাটা পোশাক পরার আগে হাতের জন্য কিছু বাড়তি পরিচর্যার সময় বের করে নিতেহবে।’

সপ্তাহে অন্তত এক দিন পুরো হাত ম্যানিকিওর করতে হবে। ঘরে বসেওকরতে পারেন হাতের যত্ন। একটি ছোট গামলায় কুসুম গরম পানিতে শ্যাম্পু ওলেবুর রস মিশিয়ে কিছু সময় দুই হাত ডুবিয়ে রাখতে হবে। এরপর কোমল ব্রাশদিয়ে আলতো ঘষে হাতের মরা চামড়া তুলে ফেলতে হবে। এরপর ধুয়েময়েশ্চারাইজার লাগাতে হবে। যাঁদের হাত ও বাহুতে রোদে পোড়া দাগ রয়েছে, তাঁরা কাগজি লেবু খানিকক্ষণ ঘষে ধুয়ে ফেললে উপকার পাবেন। হাতা কাটা পোশাকপরার আগে অবশ্যই হাতের আঙুল থেকে কাঁধ পর্যন্ত অবাঞ্ছিত লোম ওয়্যাক্স করেনিন। এরপর হাতের জন্য মানানসই প্যাক লাগিয়ে একটু পর ধুয়ে ফেলুন। হাতেরত্বক উজ্জ্বল দেখাতে ফেয়ারপলিশও করাতে পারেন। রাতের বেলায় পানিতে জলপাইতেল মিশিয়ে হাতে হালকা ম্যাসাজ করে নিন। পরদিন সকালে হাত দুটি সজীব ওউজ্জ্বল দেখাবে। যেকোনো অনুষ্ঠানে মুখের জমকালো সাজের সঙ্গে হাতকেও খানিকটাসাজিয়ে নিন। হাতে প্যানকেক লাগিয়ে তার ওপর শাইনিং পাউডারের পরশ বুলিয়েনিতে ভুলবেন না। প্রয়োজনে বাহুমূলের নিচেও প্যানকেক ও শাইনিং পাউডারলাগিয়ে নিন।

এ ছাড়া হাতা কাটা পোশাক পরলে ভেতরের পোশাকটি কেমন পরছেন, তা-ও খেয়াল রাখুন। সেটি যেন পরিষ্কার-পরিচ্ছন্ন হয় এবং পোশাকের কাঁধেরঅংশের পাশ দিয়ে বেরিয়ে না থাকে।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: সুন্দর চুলের টিপস্
Previous Health Tips: Cause of Pain in Left Breast?

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')