ওষুধ থেকেও ফুসফুসের রোগ!
১০ ফেব্রুয়ারী, ১৪
Viewed#: 150
বিভিন্ন কারণে ওষুধ সেবন করি, কখনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, কখনো বিনাপরামর্শে। এর মধ্যে কিছু কিছু ওষুধ আমাদের ফুসফুসের নানা সমস্যা করে। ওষুধজনিত কারণে সমস্যার বিবরণ দেওয়া হলো :
হাঁপানি বেড়ে যাওয়া : হাঁপানি রোগীদের ওষুধ সেবনে সতর্কতা অবলম্বন করা উচিত; কারণ নিম্নে উল্লেখ করা ওষুধগুলো হাঁপানি বাড়িয়ে দিতে পারে : প্রেসারের ওষুধ (মেটোপ্রোলল, এটিনোলল), গ্লুকোমার ওষুধ (টিমোলল); ব্যথানাশক ওষুধ (অ্যাসপিরিন, ডাইক্লোফেনাক, ন্যাপরো ঙ্নে, মরফিন); অ্যান্টিবায়ো-টিকস (এমক্সোসিলিন, সেফালোস্পোরিন)।
খুসখুসে কাশি হওয়া : উচ্চরক্তচাপের ওষুধ ACE Inhibitor (র্যা মিপ্রিল, লিসিনোপ্রিল, কার্ডোপ্রিল) খেলে খুসখুসে/শুকনা কাশি হতে পারে। তবে ওষুধ বন্ধ করলে কাশি বন্ধ হয়ে যায়।
ফুসফুসে পানি জমে যাওয়া : অ্যাসপিরিন, ওপিয়াম জাতীয় ওষুধ (মরফিন, পেথেডিন), স্যালবিটামল (অতিমাত্রায়), হাইড্রোক্লোরোথায়াজাইড, মানসিক রোগের ওষুধ (ক্লোরপ্রোমাজিন, মিলেরিল) ইত্যাদি ওষুধের কারণে কখনও বুকে পানি জমে যেতে পারে। এমনকি এ কারণে রোগীর মৃত্যুও ঘটতে পারে।
অ্যালভিওলাইটিস : এ রোগে ফুসফুসের অক্সিজেন ও কার্বন-ডাই-অক্সাইডের চলাচলে ব্যাঘাত ঘটে, ফলে রোগীর শ্বাসকষ্ট ও কাশি হয়। ক্যান্সারের ওষুধ (বুসালফান, মিটোমাইসিন, ক্লোরামা-বিউসিল, বি্লওমাইসিন); এন্টিবায়োটিকস (নাইট্রোফুরান-টয়েন, পেনিসিলিন, সালফোনামাইড); হৃদরোগের ওষুধ (কুইনিডিন, এমিওডেরন); খিঁচুনির ওষুধ (ফেনিটয়েন, কার্বামাজেপিন) বেশি সময় ধরে সেবন করলে এ রোগ হয়।
ফুসফুসের রক্তনালীতে জমাটবদ্ধ রক্ত: জন্ম নিয়ন্ত্রণের ওষুধ (ইসট্রোজেন+ প্রোজেস্টেরন) বেশি সময় ধরে খেলে ফুসফুসের রক্তনালীতে রক্ত জমাট বাঁধতে পারে বা অন্য জায়গা থেকে জমাটবদ্ধ রক্ত ফুসফুসের রক্তনালীতে আটকা পড়ে, এতে শ্বাসকষ্ট, কাশি সঙ্গে রক্ত, হার্টফেইলর হয়। সুতরাং ওষুধ সেবনে সবাইকে সতর্ক হতে হবে।
সূত্র - বাংলাদেশ প্রতিদিন