কাউকে দেখে কি আপনার বুকের ভিতর কিছু হয়? যদি এমন হয় তবে জেনে রাখুন আপনার শরীরে বর্তমানে লাভ হরমোন এর জন্য দায়ী৷ এই ধরনের হরমোনই প্রেম সংক্রান্ত মনোভাবের বহিঃপ্রকাশ ঘটায়৷ যাকে আপনি পছন্দ করেন তাকে দেখার পর এই লাভ হরমোন শুধু আপনার ভাবকেই সক্রিয় করে তা নয় এটি আপনার পুরোনো মাংসপেশীগুলিকেও নতুন ভাবে কাজ করতে সাহায্য করে৷ এই লাভ হরমোনোর নাম অক্সিটোসিন৷ একটি গবেষণা থেকে জানা গেছে, অক্সিটোসিন হরমোন সহবাসের পাশাপাশি মাংসপেশীর স্বাস্থ্যকেও ঠিক রাখে৷ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলীর...

