আজ ৮ম বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, `অর্থনৈতিক মন্দায় স্বাস্থ্য সংরক্ষণে সমন্বিত শক্তিতে ব্রতী হউন`। বিশেষজ্ঞরা বলছেন, বংশগত এই রোগ থেকে মুক্তি দিতে, কেবল সচেতনতাই হতে পারে একমাত্র উপায়। থ্যালাসেমিয়া বিশ্বজুড়েই চরম উদ্বেগের কারণ। মারাত্মক হারে রক্তে হিমোগ্লোবিন তৈরির হার কমে যাওয়া এই জটিল ব্যাধির ওষুধ বের হয়নি আজো। আক্রান্তের দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ তো কমেই, কমে যায় লোহিত কণিকার আয়ুও। রোগীদের প্রতি মাসে অন্যের রক্ত নিয়ে বেঁচে থাকতে হয়। উদ্বেগের খবর হচ্ছে, এদেশে...

