যে কারণে গর্ভভাড়া জনপ্রিয়
সময়ের সাথে সাথে ভারতে সারোগেট বা ভাড়াটে মায়ের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। অনেক দেশের নিঃসন্তান দম্পতিরা ভারতে আসছেন মাতৃগর্ভ ভাড়া করে তাদের সন্তান জন্ম দেয়ার জন্য। শুধু তাই নয়, বর্তমানে অনেক তারকারাও এমন মায়েদের শরণাপন্ন হচ্ছেন। ফলে দ্রুত বিস্তার লাভ করছে সারোগেট প্রবণতা। সারোগেসির পরিচয়: মূলত অন্য কোনো নারীর ভ্রূণ নিজের গর্ভে ধারণ করে জন্ম দেয়াকে সারোগেসি বা গর্ভভাড়া বলা হয়। এসব ক্ষেত্রে ভাড়াটে মায়ের কোনোরকম অধিকার থাকে না সন্তানের ওপর। বিশেষত সন্তান পৃথিবীতে আসার পর তার দায়-দায়িত্ব,...
Posted Under : Health News
Viewed#: 52
আরও দেখুন.

