ক্রনিক সাইনোসাইটিস একটি দীর্ঘ মেয়াদি রোগ বা প্রদাহ। নাকের চারপাশে অস্তি গুলোতে বাতাস পূর্ণ কুঠুরি থাকে, যাদের সাইনাস বলা হয়। সাইনোসাইটিস হলো ওই সাইনাস গুলোর ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন। প্রদাহের কারণ : সাইনাস গুলোর প্রদাহের মধ্যে ম্যাক্সিলালি সাইনাসের প্রদাহ সবচেয়ে বেশি হয়। একিউট সাইনোসাইটিস এবং শ্বাসনালির ওপরের অংশের ইনফেকশন থেকে অ্যালার্জি, অপুষ্টি, স্যাঁতসেঁতে পরিবেশ ও দাঁতের রোগ থেকে এটি হতে পারে। তবে বেশির ভাগ সাইনাসের প্রদাহ নাকের ইনফেকশন থেকে হয়। লক্ষণ : নাকের পাশে অনবরত ব্যথা, সকালে...

