কান ছিদ্র করলে ঝুঁকি আছে?
সাধারণত মেয়েরা শিশু বয়সে কানের লতিতে ছিদ্র করে থাকে। যথাযথ পরিচ্ছন্নতা মেনে চলে এই ছিদ্র করা হলে এতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবে বড় হলে অনেকে আবার শখ করে কানের ওপর দিকে বিভিন্ন স্থানে আরও দু-একটি ছিদ্র করেন। কানের লতি ছাড়া বাকি জায়গাটুকু হলো তরুণাস্থি বা কার্টিলেজ। তরুণাস্থিতে কোনো রক্ত সংবহন নেই। তাই এখানে সংক্রমণ হলে তা মারাত্মক আকার ধারণ করতে পারে, কেননা রক্ত সরবরাহ না থাকায় এখানে দ্রুত কোষ ক্ষয় হয় এবং অ্যান্টিবায়োটিকও এখানে প্রবেশ করতে পারে না। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা...
Posted Under : Health News
Viewed#: 34
আরও দেখুন.

