সার্ক প্যাথলজি সম্মেলন ‘সহযোগিতা বাড়লে চিকিৎসার মান বাড়বে’
কম খরচে মানসম্মত সেবা প্রদানের কারণে ইউরোপসহ উন্নত বিশ্বের অনেক রোগী সার্কভুক্ত দেশে চিকিৎসা করাতে আসছেন। এটা ধরে রাখতে হলে দক্ষিণ এশিয়ার চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। পারস্পরিক সহযোগিতা বাড়লে চিকিৎসার মানও বাড়বে। সার্ক একাডেমি অব সাইটোপ্যাথলজি এবং হিস্টোপ্যাথলজি সম্মেলনে বক্তারা এ কথা বলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে দুদিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন শেষ হয় গত শুক্রবার। চট্টগ্রাম মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত...
Posted Under : Health News
Viewed#: 63
See details.

