স্বাদে-গুণে অনন্য কমলা
বারি কমলা-২ নামে কমলার নতুন জাত উদ্ভাবন করেছে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্র। কেন্দ্রের বাগানে নতুন জাতের এ কমলা দেখতে প্রতিদিন অনেক মানুষ ভিড় জমাচ্ছেন। ২২টি গাছ দিয়ে নতুন জাতের এ কমলার চাষ শুরু করেছে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্র। সম্প্রতি সেখানে গিয়ে দেখা যায়, প্রতিটি গাছে হলুদ রঙের কমলা ঝুলছে। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুর রউফ প্রথম আলোকে বলেন, চার বছর ধরে পরীক্ষা-নিরীক্ষা করে ২০১২ সালে বারি কমলা-২ নামে নতুন জাতের এ কমলা অবমুক্ত...
Posted Under : Health News
Viewed#: 41
আরও দেখুন.

