স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নকল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে। অভিযানের বিরুদ্ধে ধর্মঘট করেও আইনের হাত থেকে বাঁচা যাবে না। শিগগির নকল ও ভেজাল ওষুধ তৈরি, বিপণন ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালানো হবে। গতকাল বুধবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভেজাল ওষুধের বিরুদ্ধে শিল্পমালিক, ব্যবসায়ীসহ জনগণকে সোচ্চার হতে হবে। ওষুধ রোগ প্রতিরোধক না হয়ে ব্যাধির কারণ হলে তা মেনে নেওয়া...

