রঙ ও কে ক্র্যাফটবাজল পূজার ঢাক। ষষ্ঠী থেকে দশমী—টানা পাঁচ দিনের শারদ উৎসব। পোশাকে ভিন্নতা না থাকলে কী জমে! দিনভেদে থাকবে পোশাক। তবে যে যা-ই বলুক, বাঙালির উৎসব মানে নারীর পরনে শাড়ি আর পুরুষের গায়ে পাঞ্জাবি। এই চিরন্তন পোশাকই আনে উৎসবের আমেজ। অবশ্য তরুণ-তরুণীদের নজর সালোয়ার-কামিজ ও ফতুয়া-জিনসে। শরতের এই সময়টায় আবহাওয়ার আচরণ থাকে রহস্যময়। ক্ষণে বৃষ্টি, ক্ষণে রোদ। তাই পোশাক বাছাইয়ে প্রত্যেকেরই সচেতন হওয়া চাই। আরামদায়ক হবে বাহারি রঙের সুতির হালকা পোশাক। এতে উৎসবের আমেজ থাকবে, প্রশান্তিও...

