ঋতুবন্ধের পর হরমোন থেরাপি করালে মুড-হাড়-হার্ট ভালো থাকে৷ ভালো হয় যৌন জীবন৷ ব্রেস্ট ক্যান্সারের আশঙ্কাও যে বাড়ে এমন নয়৷ কাজেই...৷ মা-খালার ধারা মেনে ৪০ পেরোতে না পেরোতেই শুরু হল ঋতুবন্ধের প্রস্ত্ততি৷ এক মাস পিরিয়ড হয় তো দু-তিন মাস বন্ধ, আবার আসে বানভাসি রূপে৷ থেকে থেকে কান-মাথা গরমের ঝামেলা আর মুড অফের সাঁড়াশি আক্রমণে জেরবার জয়তী একবার ভাবে হরমোন থেরাপি করারে, আবার পিছোয়৷ ভয়! ব্রেস্ট ক্যান্সারের৷ তবে খবরাখবর রাখা ছাড়ে না৷ ছাড়লে চলবেই বা কেন! সহবাসের কথা ভাবলেই যে তার গায়ে জ্বর আসছে আজকাল! আর...

