আরথ্রাইটিস বা গেঁটে বাত দাম্পত্য জীবনকে অসহনীয় করতে তুলতে পারে। অভিশপ্ত করে তুলতে পারে যৌন জীবন। শারীরিক মিলনের প্রতি তৈরি হতে পারে চরম ভীতি। এ তথ্য দিয়েছেন গবেষকরা। ব্রিটেনের আরথ্রাইটিস চ্যারিটির একটি গবেষণায় বলা হয়, দেহের হাড়ের সংযোগস্থলের ব্যাথা যৌনক্রিয়ার সময় সারা দেহে ছড়িয়ে পড়ে। এ ব্যাথা হাত, কোমর, হাঁটু, আঙুল, মেরুদণ্ড এবং ঘাড়ে ছড়িয়ে গিয়ে একটি সুন্দর মুহুর্তকে নিমিষেই যন্ত্রণাদায়ক করে তোলে। বহু দম্পতির ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, তাদের মধ্যে অনেকে স্বীকার করেছেন যে আরথ্রাইটিস বা...

