ভেজাল খাদ্য, প্রসাধনী, ইলেকট্রনিক পণ্য এবং ওষুধের পর এবার অতি প্রয়োজনীয় জীবন রক্ষাকারী দ্রব্যও ভেজাল ও নকল তৈরি করা হচ্ছে। মানবদেহের অতি প্রয়োজনীয় উপাদান রক্ত, জীবন রক্ষাকারী পানি, অতি প্রয়োজনীয় হেপাটাইটিস-বি'র ওষুধ ও খাবার স্যালাইনে এখন ভেজাল মেশানো হচ্ছে। অতি নিম্নমানের কাঁচামালে তৈরি হচ্ছে হেপাটাইটিস-বি'র ওষুধ। গ্লুকোজ-লবণ মিশিয়ে তৈরি হচ্ছে নকল খাবার স্যালাইন। পরীক্ষা ছাড়াই মাদকাসক্তদের রক্ত হাসপাতাল-ক্লিনিকগুলোতে বিক্রি হচ্ছে। আর মিনারেল ও ফিল্টার পানির নামে যত্রতত্র এখন বিক্রি হচ্ছে...

