কাজের ব্যস্ততা আর নগর জীবনের বিরামহীন ছুটে চলার সঙ্গে তাল মেলাতে গিয়ে স্বাভাবিক জীবনাচরণকে 'গুডবাই' জানিয়েছেন অনেক আগেই। সকালের নাস্তার সময় পেলে দুপুরে খাবারের সময়টা হয়ত পথেই কেটে যাচ্ছে। কখনো হয়ত সকালে এক গ্লাস পানি মুখে দিয়েই ছুটতে হচ্ছে কর্মক্ষেত্রে। রাতে ঘুমটাও হচ্ছে না ঠিকমত। তার উপরে ফাস্ট ফুড, অতিরিক্ত তেল মশলায় রেস্টুরেন্টের খাবার, ভাজা-পোড়া সবকিছু মিলিয়ে গ্যাস্ট্রিকটাকে সারাজীবনের সঙ্গী করে নিয়েছেন অনেকেই। জীবন থেকে শান্তির শেষটুকুও কেড়ে নিয়েছে এসিডিটি। সকালে খেয়ে বেরিয়েছেন কিন্তু...

