বিশ্বের যক্ষ্মা রোগীর ৪০ শতাংশের বাস দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে। ওষুধ প্রতিরোধী যক্ষ্মার প্রাদুর্ভাব বেড়ে যাওয়া এই অঞ্চলের জন্য নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এই রোগ নিয়ন্ত্রণে এই অঞ্চলের দেশগুলোর পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। যক্ষ্মা বিষয়ে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকেরা এ কথা বলেন। গতকাল রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে চার দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন এগেইনস্ট টিউবারকিউলিসিস অ্যান্ড লাং ডিজিজেস এবং নাটাব...

