জলাতংক প্রতিষেধকের অভাব শেরপুর হাসপাতালে
শেরপুর জেলা সদর হাসপাতালে দীর্ঘ ছয়মাস ধরে জলাংতক রোগের প্রতিষেধক নেই। ফলে কুকুর, শিয়াল, বিড়ালসহ বিভিন্ন পশুর কামড়ে আক্রান্ত রোগীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। জীবন রক্ষার্থে এসব রোগিকে বাইরে থেকে উচ্চমূল্যে প্রতিষেধক কিনতে হচ্ছে। জেলা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সর্বশেষ গত বছরের আগস্ট মাসে কেন্দ্রীয় ঔষধাগার থেকে দুই হাজার জলাতংক প্রতিষেধক সরবরাহ করা হয়েছিল। কিন্তু অল্প দিনেই সেসব প্রতিষেধক শেষ হয়ে যায়। এরপর আর কোনো প্রতিষেধক হাসপাতালে সরবরাহ করা হয়নি। ফলে ফলে কুকুর, শিয়াল, বিড়ালসহ বিভিন্ন...
Posted Under : Health News
Viewed#: 19
See details.

