ঢাকার বারডেম হাসপাতালে হার্টের জটিল ভাল্ব প্রতিস্থাপন করলেন মালয়েশিয়ার একদল বিশেষজ্ঞ চিকিৎসক। আর অত্যন্ত ঝুঁকিবহুল এই অপারেশন প্রত্যক্ষ করলেন বাংলাদেশের হার্ট সার্জন ও বিশেষজ্ঞ চিকিৎসকরা। গতকাল শনিবার বিনা মূল্যে এই অপারেশনটি করা হয় মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে। এর আগে জটিল এই ভাল্ব প্রতিস্থাপন নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয় ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে। সেমিনারে বাংলাদেশের ৬০ জন হার্ট সার্জন ও বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।
সেমিনারে বাংলাদেশ-মালয়েশিয়ার যৌথ উদ্যোগে এ দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যেই এ উদ্যোগ। এই উপলক্ষে ঢাকায় তিন দিনের সেমিনার ও মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ প্রতিনিধি ডা. শংকর পোদ্দার জানান, উন্নত প্রযুক্তি, কম খরচ, সর্বোপরি বন্ধুবৎসল সেবার দায়বদ্ধতা থেকেই এই আয়োজন। সংবাদ বিজ্ঞপ্তি।
Source: The Daily Kaler Kantho

