আট মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। তাঁর পারিবারিক সূত্র থেকে জানা গেছে, গতকাল দিবাগত রাত তিনটা ৪০ মিনিটে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা। তাঁর সঙ্গে ফিরছেন স্ত্রী মেহের আফরোজ (শাওন) এবং দুই ছেলে নিষাদ ও নিনিত। তিনি সপ্তাহ দুয়েক দেশে থাকবেন। ধানমন্ডির বাসায় নয়, বিমানবন্দর থেকে হুমায়ূন আহমেদ সরাসরি চলে যাবেন গাজীপুরে তাঁর নুহাশ পল্লীতে। চিকিত্সকদের পরামর্শ অনুযায়ী, বাংলাদেশে পুরো সময়ই তাঁকে খুব সাবধানে থাকতে হবে। মানুষজনের সঙ্গে কথা বলা কিংবা দেখা করা থেকে বিরত থাকতে হবে।
জানা গেছে, মায়ের সঙ্গে দেখা করতেই দেশে আসছেন হুমায়ূন আহমেদ।
বৃহদান্ত্রের ক্যানসারের চিকিত্সার জন্য গত বছরের ১৪ সেপ্টেম্বর হুমায়ূন আহমেদ যুক্তরাষ্ট্রে যান। তিনি নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান-কেটারিং ক্যানসার সেন্টারে চিকিত্সা নেন। দুই পর্বে তাঁকে ১২টি কেমোথেরাপি দেওয়া হয়। এরপর গত সপ্তাহে এমআরআই করা হয় তাঁর। এমআরআই প্রতিবেদন পর্যালোচনা করে চিকিত্সকেরা গত সোমবার হুমায়ূন আহমেদের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
নিউইয়র্ক সিটির বেলভ্যু হাসপাতালে আগামী ১২ জুন অস্ত্রোপচারের মধ্য দিয়ে হুমায়ূন আহমেদের তৃতীয় পর্বের চিকিত্সা শুরু হবে।
Source: The Daily Prothom Alo

