বাংলাদেশে পূর্ণবয়স্ক পুরুষের মধ্যে শতকরা ৭১ দশমিক ৭৯ শতাংশ ধূমপান করেন। এর মধ্যে প্রায় ৪৪ শতাংশ ধূমপান শুরু করেন শিশু বয়সেই। আর ৫৬ শতাংশ ধূমপান শুরু করেন ১৮ বছরের পরে।
গতকাল শুক্রবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে ‘ধূমপানসংক্রান্ত জরিপ-২০১২ ও এর ফলাফল’ শীর্ষক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকা, রংপুর ও কুষ্টিয়ায় এক হাজার ২০০ মানুষের মধ্যে জরিপ চালিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়। এর আয়োজক ছিল ক্যাম্পেইন ফর ক্লিন এয়ার।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, ধূমপান সামাজিক ব্যাধি, এর ক্ষতিকর প্রভাবও ব্যাপক। কিন্তু এর সমাধান খুবই জটিল। এর সঙ্গে বহু মানুষের জীবিকা জড়িয়ে আছে। মন্ত্রী মনে করেন, সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সামাজিক আন্দোলনের মাধ্যমে এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব।
জরিপ প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্ধৃতি দিয়ে বলা হয়, ধূমপায়ীর সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধির কারণ বিশ্বের সবচেয়ে কম দামে সিগারেট পাওয়া যায় বাংলাদেশে। এ ছাড়া ধূমপানজাত দ্রব্যের সহজলভ্যতা, আইনের প্রয়োগ না থাকা, স্বল্প (৫০ টাকা) জরিমানা ও সঙ্গদোষ ধূমপায়ী বৃদ্ধির অন্যতম কারণ। সম্প্রতি নারীদের মধ্যে ধূমপানের প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, বাংলাদেশ ক্যানসার সোসাইটির সাধারণ সম্পাদক শেখ গোলাম মোস্তফা, আয়োজক সংগঠনের আহ্বায়ক অরণ্য আনোয়ার বক্তব্য দেন।
Source: The Daily Prothom Alo

