home top banner

News

আর্সেনিকের বিষও দ্রুত ছড়ানোর আশঙ্কা
16 May,12
 Posted By:   Healthprior21
  Viewed#:   41

আর্সেনিকের বিষও দ্রুত ছড়ানোর আশঙ্কা
ভূগর্ভের জল বাঁচাতে ‘জল ধরো-জল ভরো’ প্রকল্পে জোর দিচ্ছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই পশ্চিমবঙ্গেই মাটি থেকে অবাধ জল উত্তোলনে কার্যত ছাড়পত্র দিয়ে দিল ক্ষুদ্রসেচ দফতর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতির উল্টো পথে হেঁটে তারা নতুন যে নীতি তৈরি করেছে, তাতে রাজ্যের ৩৪১টি ব্লকের ৩০৩টিতেই অগভীর নলকূপ বসানোয় নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয়েছে। দফতরের দাবি, কৃষকদের স্বার্থেই এই সিদ্ধান্ত।
কিন্তু পরিবেশবিদ ও ভূ-বিজ্ঞানীদের আশঙ্কা, এর ফলে ভূগর্ভের জলস্তর শুধু দ্রুত নামবেই না, নিত্যনতুন ব্লকে পানীয় জলের উৎসে ছড়িয়ে পড়বে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক ও ফ্লুওরাইডের বিষ। আরও দুর্বল হয়ে পড়বে প্রাকৃতিক ভারসাম্য, সামান্য তীব্রতার ভূমিকম্পেই টলে যাবে মাটি। উপরন্তু যে কৃষকদের কথা সরকার ভাবছে, যথেচ্ছ জল তোলা হলে শেষ পর্যন্ত তাঁরাও আর চাষের জন্য পর্যাপ্ত জল পাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশেষজ্ঞেরা।
নির্বিচারে ভূগর্ভস্থ জল উত্তোলনই যে রাজ্যে পানীয় জলে আর্সেনিক-ফ্লুওরাইড দূষণের মূল কারণ, তা নিয়ে বিজ্ঞানী- গবেষকেরা একমত। রাজ্যের ৮১টি ব্লকে ভূগর্ভস্থ জলে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক এবং ৪৯টিতে বিপজ্জনক মাত্রার ফ্লুওরাইড মেলার পরে, ২০০৫-এ ভূগর্ভস্থ সম্পদ (নিয়ন্ত্রণ) আইন বানিয়েছিল রাজ্য। এ ছাড়া জলস্তর বহু নীচে নেমে যাওয়া ৩৮টি ব্লককে আনা হয়েছিল ‘কালো তালিকা’য়। রাজ্যের তদানীন্তন সরকারের যুক্তি ছিল, শিল্পায়নের স্বার্থেই ভূগর্ভস্থ জলসম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহারের লক্ষ্যে নতুন আইন প্রণয়ন জরুরি।
এবং সেই আইনে ভূগর্ভস্থ জলের ব্যবহার নিয়ন্ত্রণে নতুন করে বিদ্যুৎচালিত পাম্পসেট বসানো কার্যত নিষিদ্ধ করে দেওয়া হয়। চাষের জন্য অগভীর নলকূপ মারফত জল তুলতে পাম্পসেট বসানোর আগে জল অনুসন্ধান দফতরের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়। সেই অনুমোদন দেখাতে না-পারলে বিদ্যুৎসংস্থার কাছ থেকে পাম্পের জন্য লাইন মিলত না। শহরাঞ্চলে বাড়ি, স্কুল-কলেজ, আবাসনেও গভীর নলকূপ বসানোয় জারি হয় নিয়ন্ত্রণ।
কিন্তু রাজ্যের নতুন সরকারের সাম্প্রতিক নির্দেশিকায় বিধি-নিষেধগুলি যারপরনাই শিথিল করা হয়েছে। নির্দেশিকা মোতাবেক, ‘কালো তালিকা’র ৩৮টি ব্লক ছাড়া কোথাও সেচ-নলকূপের পাম্পে বিদ্যুৎ সংযোগের জন্য জল অনুসন্ধান দফতরের অনুমতি লাগবে না। এমন এক-একটা অগভীর নলকূপ মারফত ৫ ঘণ্টায় ৩০ হাজার লিটার পর্যন্ত জল তোলা যাবে। ফৌজি ক্যান্টনমেন্ট, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৫ ঘণ্টায় ১০ হাজার লিটার পর্যন্ত জল তোলার ছাড়পত্র দেওয়া হয়েছে।
এ হেন সিদ্ধান্তকে ‘দু’পা এগিয়ে দশ পা পিছিয়ে আসা’ হিসেবে দেখছেন বিশেষজ্ঞেরা। এমনকী জনস্বাস্থ্য কারিগরি, ক্ষুদ্রসেচ ও জল অনুসন্ধানের কিছু বিশেষজ্ঞেরও আশঙ্কা, এতে রাজ্যে ভূ-পরিবেশগত বিপর্যয় নেমে আসতে পারে। এঁদের অনেকের বক্তব্য, ২০১০-এ দক্ষিণবঙ্গ অনাবৃষ্টির কবলে পড়েছিল। তাই ২০০৯-এ ভূগর্ভস্থ জলস্তরের নিরিখে ‘নিরাপদ’ ঘোষিত ব্লকগুলোর বর্তমান অবস্থা কেউ জানে না। “তা ছাড়া সরকারের বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে বেশি জল তোলা হলেই বা ঘণ্টায় ঘণ্টায় গিয়ে দেখবে কে?” প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
নলকূপে নিয়ন্ত্রণ উঠল কেন?
ক্ষুদ্রসেচ-সূত্রের খবর: এ বারের রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গে ‘কৃষি বিপ্লব’-এর ডাক দেওয়া হয়েছে। আর তার জন্যই আইন শিথিল। নতুন সরকারের মতে, ভূগর্ভে জল সংরক্ষণের নামে ছোট সেচ-পাম্প বসানোয় নিষেধাজ্ঞা আরোপ করে কার্যত কৃষকদের ভাতে মারার ব্যবস্থা হয়েছিল। ‘কৃষি বিপ্লবের’ পথে এই ‘অন্তরায়’ দূর করতেই নয়া নির্দেশিকা জারি হয়েছে বলে ক্ষুদ্রসেচ দফতরের বক্তব্য। ক্ষুদ্রসেচ-সচিব সুব্রত বিশ্বাসের দাবি, সেচের জল পেতে চাষিদের ভীষণ সমস্যা হচ্ছিল। এতে তার সুরাহা হবে। সচিবের কথায়, “ডিজেল-পাম্প চালাতে গিয়ে চাষিরা দামে কুলাতে পারছিলেন না। এখন বিদ্যুৎচালিত পাম্পে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সেচের জলের দাম কমতে শুরু করেছে।”
সিদ্ধান্তটি ভূগর্ভে বিপদ ডেকে আনবে না?
সচিব অবশ্য বিশেষ উদ্বেগের কারণ দেখছেন না। তাঁর যুক্তি, “পশ্চিমবঙ্গে চাষের জমি এত ছোট ছোট ভাগে বিভক্ত যে, অধিকাংশ চাষির স্বল্পশক্তির পাম্পেই কাজ চলে যাবে। আর যত বেশি ছোট বিদ্যুৎ-পাম্প বসবে, তত ফলনের উন্নতি হবে।” বস্তুত পশ্চিমবঙ্গে বিদ্যুৎচালিত সেচ-পাম্পের ‘অপ্রতুলতা’য় (২০%) উদ্বেগ প্রকাশ করে সুব্রতবাবুর মন্তব্য, “পঞ্জাব-হরিয়ানা-তামিলনাড়ুতে এটা ৮০%। কেন্দ্রও সেচ-পাম্প বিদ্যুদয়নকে জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচির আওতায় এনেছে।” দফতরের কিছু কর্তা এ-ও বলছেন, “জল না-তুললেই তা ভূগর্ভে সঞ্চিত থাকবে, এমন কোনও কথা নেই। বরং তা বয়ে যাবে অন্য দিকে। যা দিয়ে লাভ তুলবেন অন্য রাজ্যের চাষিরা।”
কিন্তু সিদ্ধান্তটি নেওয়ার আগে সরকার বিশেষজ্ঞদের পরামর্শ নিল না কেন?জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, “কেন্দ্রীয় খরা কমিশনের সম্মতিক্রমেই সিদ্ধান্তটি হয়েছে।” মন্ত্রীর যুক্তি, “রবি চাষে কম জল লাগে, দু’-তিন ঘণ্টা পাম্প চালালেই যথেষ্ট। তবে বোরোয় মাসখানেক জল ধরে রাখতে হয়। সেই সময়টা এক মাস তিন দিন অন্তর পাঁচ ঘণ্টা পাম্প চালানোর অনুমতি দেওয়া হয়েছে। এতে ভূগর্ভের জলসঞ্চয় নষ্ট হবে না।”

SOURCE : ANANDA BAZAR (KOLKATA)

Please Login to comment and favorite this News
Next Health News: Paralysed patients use thoughts to control robotic arm
Previous Health News: International Day of Families

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')