আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এ বছর স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য, ‘প্রবীণদের যত্ন নিন: স্বাস্থ্য রক্ষায় এগিয়ে আসুন’। দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি হাতে নিয়েছে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান প্রবীণদের জীবন রোগমুক্ত, নিরাপদ ও স্বচ্ছন্দময় করার জন্য সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বার্ধক্যজনিত স্বাস্থ্যসমস্যা সার্বিক উন্নয়ন-প্রচেষ্টার অন্যতম অন্তরায়। পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে প্রবীণদের জন্য উন্নত পরিচর্যার ব্যবস্থা করে প্রবীণদের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে বিদ্যমান স্বাস্থ্যসমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
দিবসটি উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান বলেন, বিশ্বে প্রবীণদের সংখ্যা ক্রমশ বাড়ছে। নিম্ন ও মধ্যম আয়ের দেশে মানুষের গড় আয়ু বাড়ছে। পৃথিবী একটা অভূতপূর্ব সময় পার করছে। কিন্তু প্রবীণদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো স্বাস্থ্যব্যবস্থায় পরিবর্তন আনা অত্যাবশ্যক হয়ে উঠছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বে প্রবীণদের সংখ্যা এখন ৮০ কোটি; আগামী চার দশকে এ সংখ্যা ২০০ কোটি হতে পারে। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বাংলাদেশে মোট জনসংখ্যার ছয় দশমিক আট শতাংশ মানুষ প্রবীণ এবং প্রবীণদের সংখ্যা ক্রমশ বাড়ছে।
Source: The Daily Prothom Alo

