সরকারের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, দেশে ম্যালেরিয়ার প্রকোপ কমছে। তবে তিন পার্বত্য জেলায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণে সরকারি কর্মসূচি খুব একটা সফল হতে পারছে না।
গতকাল মঙ্গলবার জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য: ‘ম্যালেরিয়া রোধে বিনিয়োগ ও সাফল্য ধরে রাখি: জীবন বাঁচাই’।
সংবাদ সম্মেলনে বলা হয়, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি—এই তিন পার্বত্য জেলায় ম্যালেরিয়ার প্রকোপ সবচেয়ে বেশি।
জাতীয় কর্মসূচির মূল্যায়নকারী নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ২০১১ সালে সারা দেশে ৩৬ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। ২০০৭ সালে এই সংখ্যা ছিল ২২৮ জন। তিনি বলেন, প্রতিবছর ম্যালেরিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যাও কমছে। ২০১১ সালে আক্রান্তের সংখ্যা ছিল ৫১ হাজার। ব্র্যাকসহ ২১টি এনজিও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে ও জাতীয় কর্মসূচি বাস্তবায়নে সরকারকে সহায়তা করছে। সরকারি কর্মকর্তারা বলছেন, গত বছর যৌথ মূল্যায়ন কমিশন (জয়েন্ট রিভিউ কমিশন) তাদের সুপারিশে বলেছে, পার্বত্য তিন জেলায় এই রোগের প্রকোপ কমাতে জাতীয় কর্মসূচির কৌশলে পরিবর্তন আনতে হবে।
আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা, স্বাস্থ্য ক্যাম্প, আলোচনা সভা এবং পথনাটকের আয়োজন করেছে বিশ্ব ম্যালেরিয়া দিবস উদ্যাপন কমিটি। ঢাকা মেডিকেল কলেজের ১ নম্বর গ্যালারিতে বেলা সাড়ে ১১টায় বৈজ্ঞানিক সেমিনার হবে।
Source: The Daily Prothom Alo.

