মানব শরীরের নতুন একটি অংশ আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন বেলজিয়ামের চিকিৎসা বিজ্ঞানীরা।
বেলজিয়ান চিকিৎসকরা মানুষের হাঁটুতে সম্পূর্ণ নতুন একটি লিগামেন্ট আবিষ্কার করেছেন যার সম্পর্কে এতদিন জানতো না চিকিৎসাবিজ্ঞান।
সম্প্রতি তারা তাদের এই নতুন আবিষ্কারের কথা বিস্তারিত জানিয়েছেন পিয়ার রিভিউড জার্নাল অব অ্যানাটমিতে। জার্নালে হাঁটু বিশেষজ্ঞরা তাদের এই নতুন আবিষ্কৃত ফিব্রোয়াস টিস্যু সম্পর্কে বিস্তারিত বর্ণনাও দিয়েছেন। তারা এর নাম দিয়েছেন এনটিরোলেটারাল লিগামেন্ট।
অবশ্য অনেক আগেই ১৮৭৯ সালে ফরাসি শল্য চিকিৎসক পল সিগন্ড জানিয়েছিলেন যে, আমাদের হাঁটুতে দৃশ্যমানের বাইরেও একটি অতিরিক্ত লিগামেন্ট আছে। তবে তিনি মারা যাওয়ার পর বহু বছর ধরে এ সম্পর্কে গবেষণা না হওয়ায় এতদিন এটি আবিষ্কৃত হয়নি।
অবশেষে দীর্ঘ চার বছর এ নিয়ে গবেষণা শেষে বেলজিয়ান শল্য চিকিৎসকদের একটি দল এই লিগামেন্টের অস্তিত্বের প্রমাণ দেন।
ইউনিভার্সিটি অব লিউভনের ড. স্টিভেন ক্লাইসের নেতৃত্বে ওই চিকিৎসক দল একটি মৃতদেহের হাঁটু ব্যবচ্ছেদ করে এই লিগামেন্ট খুঁজে বের করেন। নতুন আবিষ্কৃত এই লিগামেন্টটি ফিমার (উরুর হাড়) সঙ্গে এনটারোলেটিরাল টিবিয়ার (জঙ্ঘার হাড়) সঙ্গে যুক্ত।
এছাড়া ধারণা করা হচ্ছে, বাস্কেটবল, স্কি এবং অন্যান্য খেলোয়ারদের যে হঠাৎ হাঁটু ব্যাথা দেখা যায় তার সঙ্গে এটির কোনো যোগ রয়েছে।
সূত্র - risingbd.com

