ম্যালেরিয়া রোগের প্রতিষেধক টীকা তৈরি করেছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক সংস্থা গ্ল্যাক্সো স্মিথ ক্লাইনের গবেষকরা এমনটাই দাবি করছেন।
ব্রিটিশ গবেষকরা জানিয়েছেন, আফ্রিকার শিশুদের ওপর তাদের তৈরি ওষুধের ইতিবাচক প্রভাব লক্ষ করা গেছে।
আফ্রিকার ম্যালেরিয়া প্রবণ এলাকাগুলোতে সদ্যোজাত কিংবা তার থেকে একটু বেশি বয়সের শিশুদের এই টীকা দেওয়া হয়েছিল। তারপর দেখা গেছে, তাদের অধিকাংশই ম্যালেরিয়ায় আক্রান্ত হয়নি।
টীকাটির বাণিজ্যিক নাম আরটিএসএস। আঠারো মাস আগে প্রথম এটি তৈরি করা হয়। তারপর টানা পরীক্ষা নিরীক্ষা চালানোর পর বিজ্ঞানীরা নিশ্চিত, তাঁদের তৈরি ওষুধ ম্যালেরিয়া প্রতিরোধে সক্ষম।
২০১৪ সালে এই টীকার বাণিজ্যিকীকরণের জন্য ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির অনুমতি চাইবে গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন।
সূত্র: জি নিউজ
সুত্র - poriborton.com

