জনগণের আস্থার সঙ্কটে কমিউনিটি ক্লিনিক
18 September,13
Posted By: Healthprior21
Viewed#: 134
ইউএনডিপি সিএইচটির স্বাস্থ্য উপদেষ্টা ডা. আবদুস সবুর বলেছেন, “দেশের কমিউনিটি ক্লিনিকগুলো নানা অনিয়ম এবং দুর্নীতির কারণে জনগণ কাঙ্ক্ষিতমানের সেবা পাচ্ছেন না। ডাক্তার বিহীন কমিউনিটি ক্লিনিক জনগণের আস্তার সঙ্কটে পড়ছে।ওই ক্লিনিকগুলো নিরীহ রোগী ধরে রেখে বেসরকারি হাসপাতালের পক্ষে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।”
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে দেশের আটটি জেলার ১৬টি ইউনিয়নের ৪৮টি কমিউনিটি ক্লিনিকের ওপর নয়টি এনজিওর পরিচালিত জরিপ প্রতিবেদন তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ডা. আবদুস সবুর বলেন, “সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়োগকৃত স্বাস্থ্যকর্মী এবং স্টাফরাও ঠিকমতো গ্রামগঞ্জে কমিউনিটি ক্লিনিকে ডিউটি করেন না।তারা ইচ্ছেমতো অফিসে আসনে এবং যান।”
তিনি বলেন, “ পুরুষ সহকারি স্বাস্থ্যকর্মীরা গর্ভবতী মহিলাদের ডেলিভারি কাজ করেন। মহিলা রোগীদের গোপনীয়তা বলতে কিছু থাকে না। নির্ধারিত ২৯টি আইটেমের ওষুধ আছে কিন্তু ২/৩ জন স্টাফ দিয়ে সরকারের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। কিন্তু প্রতিটি কমিউনিটি ক্লিনিকে প্রশিক্ষণপ্রাপ্ত চারজন মহিলা স্টাফ থাকার কথা।”
তিনি বলেন, “সরকারের তথ্য মতে দেশে ১২ হাজার ৩৯৪টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এরমধ্যে ১৩ হাজার ২৪০জনকে নিয়োগ দিয়েছে।” সরকারি তথ্যে নানা গোজামিল রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হেল্থ নেটওয়ার্ক অব বাংলাদেশের (এইচএনবি) সমন্বয়কারী মো. শহিদুর রহমান
সূত্র - natunbarta.com
More in News
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷
কিন্তু...
See details
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়েছে।
বুধবার ঢাকা...
See details
অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়।
ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে
১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।...
See details
চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে।
এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল...
See details
ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷
বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে...
See details
বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।...
See details