home top banner

News

১৫ ঘণ্টা ৫ মিনিট টানা সাঁতার
25 August,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   16

চারদিকে দাঁড়িয়ে দর্শকের চোখে বিস্ময়। এ বিস্ময়ের জন্ম দিয়েছেন নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য (৬১)। উপজেলা পরিষদের পুকুরে গতকাল শনিবার টানা ১৫ ঘণ্টা ৫ মিনিট সাঁতার কেটে বিস্ময়ের জন্ম দিয়েছেন তিনি।
দেওয়ান জাহের বখ্ত ওয়াকফ এস্টেট ও মদন পৌরসভার উদ্যোগে গতকাল এক সাঁতার প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন ইউএনও মোহামঞ্চদ সফিউল আলম ও পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন।
মদন পৌরসভা ও এলাকাবাসী জানান, গতকাল ভোর সাড়ে ছয়টায় সাঁতার শুরু করে রাত নয়টা ৩৫ মিনিট পর্যন্ত একনাগাড়ে সাঁতার কেটেছেন ক্ষিতীন্দ্র। এ সময় পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা শত শত দর্শক তা উপভোগ করেন। ক্ষিতীন্দ্র ছাত্রজীবনে ১৯৭০ থেকে ১৯৮১ সাল পর্যন্ত বিভিন্ন সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশ-বিদেশে একাধিক রেকর্ড গড়েন। সাঁতারে অবদানের জন্য ১৯৭৫ সালে তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে গণভবনে রুপার নৌকা দিয়ে পুরস্কৃত করেন। তিনি ১৯৭৫ সালে পদার্থবিদ্যা ও ১৯৭৯ সালে ফলিত পদার্থবিদ্যা ও ইলেকট্রনিকস বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেন। তিনি ২০১২ সালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চাকরি থেকে অবসর নেওয়ার পর ওই বছর থেকেই সেখানে এএনএস কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন।
তিনি ১৯৭০ সালে জাহাঙ্গীরপুর উন্নয়ন কেন্দ্রের পুকুরে ১৫ ঘণ্টা, ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পুকুরে ৯৩ ঘণ্টা ১১ মিনিট (জাতীয় রেকর্ড), ১৯৭৬ সালে জগন্নাথ হল পুকুরে ১০৮ ঘণ্টা পাঁচ মিনিট (নতুন রেকর্ড), ১৯৮০ সালে ভারতের ভাগিরথী নদীতে ৭৪ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় নবম স্থান অর্জন করেন।
মদন পৌরসভার মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন বলেন, স্থানীয় তরুণদের সাঁতারে উৎসাহিত করতে ও একই সঙ্গে তাঁর প্রতি সম্মান জানাতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
ক্ষিতীন্দ্র চন্দ্র বলেন, ‘সাঁতার শরীর গঠন করে, শরীরের সহনশীলতা বাড়ায়। উপযুক্ত পানির অভাবে বর্তমান প্রজন্ম সাঁতারের মতো গুরুত্বপূর্ণ ব্যায়াম থেকে বঞ্চিত হচ্ছে। তাদের সুযোগ করে দিতে সরকারকে এগিয়ে আসা উচিত। ধারাবাহিকতা রক্ষায় ও তরুণদের উৎসাহিত করতে আমি এতে অংশ নিই।’

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: সর্বকনিষ্ঠ এভারেস্ট জয়ী
Previous Health News: চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')